যশোরের অভয়নগর উপজেলার বিএনপি নেতা ফারাজী মতিয়ার রহমানের বাড়িতে ককটেল হামলার ঘটনা ঘটেছে। বুধবার রাতে উপজেলার একতারপুর গ্রামে তার বাড়ি লক্ষ্য করে পরপর দুটি ককটেল হামলা চালানো হয়। তবে পুলিশ বলছে, পটকা ফোটানো হয়েছে।
ককটেল দুটি বিকট শব্দে বিস্ফোরিত হলেও কোনও হতাহতের ঘটনা ঘটেনি।
পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনার পর থেকে এলাকায় আতঙ্ক বিরাজ করছে।
ফারাজী মতিয়ার রহমান অভয়নগর উপজেলা বিএনপির আহ্বায়ক এবং জাতীয়তাবাদী শ্রমিক দল কেন্দ্রীয় কমিটির সহসভাপতি।
পারিবারিক সূত্রে জানা গেছে, বুধবার রাত ৯টার দিকে কে বা কারা তার দোতলা বাড়ি লক্ষ্য করে পরপর দুটি শক্তিশালী ককটেল নিক্ষেপ করে দ্রুত পালিয়ে যায়। ককটেল দুটি বাড়ির নিচতলার দেয়ালে লেগে বিকট শব্দে বিস্ফোরিত হয়।
ফারাজী মতিয়ার রহমান জানান, গত রাতে তিনি বাড়িতে ছিলেন না। পুলিশকে বিষয়টি জানানো হয়। রাতেই পুলিশ ঘটনাস্থলে এসে ককটেল বিস্ফোরণের আলামত সংগ্রহ করে নিয়ে যায়। কে বা কারা কোন উদ্দেশ্যে এ হামলা চালিয়েছে তা বলতে পারেননি তিনি।
অভয়নগর থানার ওসি এ বি এম মেহেদী মাসুদ বলেন, একতারপুর গ্রামে ফারাজী মতিয়ার রহমানের বাড়িতে পটকা ফুটেছে। বিষয়টি অনুসন্ধান করে দেখা হচ্ছে।