কক্সবাজারের টেকনাফ থেকে সেন্ট মার্টিন রুটে পর্যটকবাহী জাহাজ চলাচল শুরু হয়েছে। বৃহস্পতিবার (২৬ অক্টোবর) সকাল ১০টায় টেকনাফের দমদমিয়া জেটিঘাট থেকে পর্যটক নিয়ে সেন্ট মার্টিনের উদ্দেশে জাহাজ রওনা হয়।
টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আদনান চৌধুরী বিষয়টি ঢাকা পোস্টকে নিশ্চিত করেছেন।
তিনি জানান, ঘূর্ণিঝড় হামুন-এর কারণে সাগর উত্তাল থাকায় টেকনাফ থেকে সেন্ট মার্টিন রুটে সব ধরনের নৌযান চলাচল বন্ধ করে দিয়েছিল জেলা প্রশাসন। আবহাওয়া অনুকূলে থাকায় দুই দিন পর আজ বৃহস্পতিবার জাহাজ চলাচলের অনুমতি দেওয়া হয়েছে।
এর আগে, সোমবার দুপুরে মাইকিং করে সব পর্যটককে সেন্ট মার্টিন দ্বীপ ছাড়তে বলা হয়। ওইদিন বিকেলে তিনটি জাহাজে করে এক হাজার ৪০০ যাত্রী সেন্ট মার্টিন থেকে টেকনাফের দমদমিয়া জেটিঘাটে আসে। তারপর থেকে এই পথে জাহাজসহ অন্যান্য নৌযান বন্ধ করে দেয় প্রশাসন।