• শনিবার, ৩০ নভেম্বর ২০২৪, ০৩:৪১ পূর্বাহ্ন

কালীগঞ্জে ককটেল বিস্ফোরণ, মোটরসাইকেলে আগুন

নিউজ ডেস্ক
আপডেটঃ : রবিবার, ২৯ অক্টোবর, ২০২৩
ছবি : সংগৃহীত

গাজীপুরের কালীগঞ্জে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে যুবলীগ নেতা আনিসুজ্জামান মাসুমের মোটরসাইকেলে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।

গুগল নিউজে ফলো করুন আরটিভি অনলাইন
শনিবার (২৮ অক্টোবর) রাত সাড়ে ১০টার দিকে কালীগঞ্জ বাইপাস মোড় (ভাদার্ত্তী) এলাকায় এ ঘটনা ঘটে।

আনিসুজ্জামান মাসুম কালীগঞ্জ পৌর এলাকার দড়িসোম গ্রামের সফিউদ্দিনের ছেলে এবং পৌর যুবলীগের স্বাস্থ্য ও পরিবেশ বিষয়ক সম্পাদক।

কালীগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) রাজীব চক্রবর্তী স্থানীয়দের বরাত দিয়ে জানান, যুবলীগ নেতা মাসুম মোটরসাইকেল চালিয়ে রাত সাড়ে ১০টার দিকে কালীগঞ্জ বাইপাস মোড় অতিক্রম করে বাজারের দিকে যাচ্ছিল। এ সময় হঠাৎ করেই কয়েকজন দুর্বৃত্ত ককটেলের বিস্ফোরণ ঘটিয়ে মাসুমকে ধাওয়া দেয়। এক পর্যায়ে ওই যুবলীগ নেতা মাসুম মোটরসাইকেল ফেলে সড়কের পাশে আশ্রয় নেয়। এ সময় দুর্বৃত্তরা মোটরসাইকেলে আগুন ধরিয়ে পালিয়ে যায়।‌ খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ফায়ার সার্ভিসের খবর দিলে ফায়ার সার্ভিসের কর্মীরা এসে আগুন নেভায়। পুলিশ ঘটনাস্থল থেকে বিস্ফোরিত ককটেলের দুইটি খোসা এবং দুইটি তাজা ককটেল উদ্ধার করে পুলিশ।

কালীগঞ্জ ফায়ার সার্ভিসের কর্ত্যব্যরত কর্মকর্তা ফারুক হোসেন বলেন, পুলিশের মাধ্যমে খবর পেয়ে রাত ১০টা ৫৫ মিনিটে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভায়। কিন্তু এরমধ্যেই মোটরসাইকেলটি আগুনে পুড়ে যায়।

কালীগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) রাজীব চক্রবর্তী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ককটেল বিস্ফোরণ ও মোটরসাইকেলে অগ্নিসংযোগের ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ