• শনিবার, ১১ জানুয়ারী ২০২৫, ০৩:১০ অপরাহ্ন

বিশ্বকাপের ম্যাচে ফিলিস্তিনের পতাকা ওড়ানোয় ৪ যুবক আটক

নিউজ ডেস্ক
আপডেটঃ : বুধবার, ১ নভেম্বর, ২০২৩
ছবি- সংগৃহীত

বর্তমানে বিশ্বে সবচেয়ে আলোচিত বিষয় মধ্যপ্রাচ্যের ইসরায়েল-ফিলিস্তিন যুদ্ধ। এই যুদ্ধে গাঁজায় এর মধ্যেই আট হাজারেরও বেশি নারী-পুরুষ-শিশুর মৃত্যু হয়েছে। যে কারণে পুরো বিশ্বেই এর আঁচ লেগেছে। গতকাল কলকাতার ইডেন গার্ডেন্সে চলমান বিশ্বকাপে বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যকার ম্যাচে ফিলিস্তিনের পতাকা নিয়ে এসেছিলেন ৪ যুবক। যে কারণে তাদের আটক করেছে কলকাতার পুলিশ।

মঙ্গলবার (১ নভেম্বর) ভারত বিশ্বকাপের ৩১তম ম্যাচে বাংলাদেশকে ৭ উইকেটে হারায় পাকিস্তান। জানা গেছে, এই ম্যাচ দেখতে স্টেডিয়ামে ঢোকার গেটেই ফিলিস্তিনের পতাকা হাতে দেখা যায় সেই চার যুবককে। পরে ম্যাচ চলাকালীন সময় স্টেডিয়ামে সেই পতাকা উড়িয়ে ফিলিস্তিনের পক্ষে স্লোগান দেন তারা। সেই অভিযোগে আটক করা হয় তাদের।

স্থানীয় পুলিশ জানিয়েছে, চার জনের দুইজনকে ছয় নম্বর গেটের কাছ থেকে ফিলিস্তিনের পতাকা-সহ আটক করা হয়। বাকি দুই জনকে আটক করা হয় জি-১ ব্লক থেকে। প্রাথমিক জিজ্ঞাসাবাদের পর কলকাতা পুলিশ জানিয়েছে চারজনের বয়সই ২০ বছরের আশেপাশে। ইজরায়েল-ফিলিস্তিন যুদ্ধে হামাসকে সমর্থন করতে বাংলাদেশ-পাকিস্তান ম্যাচকে বেছে নেয় তারা।

শুরুতে ফিলিস্তিনের পতাকা নিয়ে স্টেডিয়ামে ঢোকার সময় বিষয়টি বুঝতে পারেনি বলে জানায় পুলিশ। পরে মাঠে পতাকা ওড়ালে বিষয়টি তাদের নজরে আসতেই আটক করা হয় তাদের। আটক হওয়া যুবকদের দুইজনের বাড়ি ঝাড়খণ্ড। বাকি দুইজনের একজন কলকাতার একবালপুর এবং অপরজন হাওড়ার বাসিন্দা।

স্থানীয় পুলিশের ডিসি প্রিয়ব্রত রায়ের সঙ্গে আলাপকালে ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমসকে বলেন, ‘তাদের উদ্দেশ্য কী ছিল, তা জানার জন্য জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। পুরো বিষয়টি খতিয়ে দেখছে ময়দান থানার পুলিশ।’

এদিকে বীরভূমের দুবরাজপুরের রাস্তায় ইজরায়েলের পতাকার ছবি পড়ে থাকতে দেখা গিয়েছে। যেখানে লেখা রয়েছে, ‘হেট ইজরায়েল’। এ বিষয়টিও গুরুত্বের সঙ্গে নিয়েছে পুলিশ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ