• শনিবার, ১১ জানুয়ারী ২০২৫, ০৩:০৭ অপরাহ্ন

বৃষ্টিতে ফের স্থগিত পাকিস্তান-নিউজিল্যান্ড ম্যাচ

নিউজ ডেস্ক
আপডেটঃ : শনিবার, ৪ নভেম্বর, ২০২৩
- ছবি : সংগৃহীত

বিশ্বকাপের ৩৫তম ম্যাচে নিউজিল্যান্ডের বিপক্ষে ব্যাটিং করছে পাকিস্তান। এরই মধ্যে বৃষ্টির কারণে দ্বিতীয়বারের মতো খেলা স্থগিত রাখা হয়েছে।

প্রথমবার বৃষ্টি নামার পর পাকিস্তানের সামনে নতুন লক্ষ্য দাঁড়ায় ৪১ ওভারে ৩৪২ রান। সেই রান তাড়া করতে নেমে ফের পাকিস্তানের সামনে বাধা হয়ে দাঁড়ালো বৃষ্টি।

এবার বৃষ্টি নামার আগে পাকিস্তানের সংগ্রহ ১ উইকেট হারিয়ে ২০০ রান। ফখর জামানের সাথে এখন ক্রিজে আছেন অধিনায়ক বাবর আজম। তাদের সংগ্রহ যথাক্রমে ৮১ বলে ১২৬ রান ও ৬৩ বলে ৬৬ রান।

এভাবে খেলা চলতে থাকলে পাকিস্তানের আরো লাগত ১৪২ রান। হাতে ছিল ৯টি উইকেট ও ৯৩টি বল। তবে ফের বৃষ্টি নামায় নতুন সমীকরণ দাঁড়াতে পারে পাকিস্তানের সামনে।

এর আগে টসে হেরে প্রথমে ব্যাট করে নিউজিল্যান্ড। নির্ধারিত ৫০ ওভারে তাদের সংগ্রহ দাঁড়ায় ৬ উইকেটে ৪০১ রান। দলের পক্ষে সর্বোচ্চ ১০৮ রান করে রাচিন রাবিন্দ্র।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ