সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি॥
জামালপুরের সরিষাবাড়ীতে স্বেচ্ছায় রক্তদান সংস্থার কার্যালয় ভাঙচুরের অভিযোগ পাওয়া গেছে। সংস্থার নেতাদের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ এনে শনিবার সকালে যুবলীগ নেতাকর্মীরা মুক্তিযোদ্ধা সংসদ মোড় সংলগ্ন অস্থায়ী কার্যালয়টি ভেঙে দেয়।
শুক্রবার বিকেলে সাবেক এমপি ও জেলা আওয়ামী লীগের স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. মুরাদ হাসান এ কার্যালয়টি উদ্বোধন করেছিলেন।
উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম রনি অভিযোগ করেন, ‘রক্তদান সংস্থার নামে কয়েকজন লোক এলাকায় চাঁদাবাজি করছে। তাই স্থানীয় লোকজন সংস্থার কার্যালয়টি ভেঙে দিয়েছে।’
চাঁদাবাজির অভিযোগ অস্বীকার করে স্বেচ্ছায় রক্তদান সংস্থার সভাপতি বিপ্লব হোসেন জানান, ‘সমাজসেবা অধিদপ্তরের অনুমোদন নিয়ে সংস্থার কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। কিন্তু কোন কারণ ছাড়াই উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম রনির নেতৃত্বে যুবলীগের কিছু লোক সংস্থার কার্যালয়টি ভেঙে দিয়েছে।’