ফরিদপুর প্রতিনিধি॥
ফরিদপুরের ভাঙ্গায় স্থানীয় বিএনপি’র উদ্যোগে বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা জারির প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুপুরে জাসাসের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি ও ফরিদপুর-৪ আসনের বিএনপি’র সম্ভব্য সংসদ সদস্য প্রাথী শাহরিয়া ইসলাম শায়লার নেতৃতে একটি বিশাল বিক্ষোভ মিছিল ভাঙ্গা উপজেলা হাসপাতাল চত্ত্বর থেকে বের হয়। মিছিলটি ফরিদপুর-বরিশাল মহাসড়কে উঠতে গেলে পুলিশ বাধা দেয় এবং ব্যানার কেড়ে নেয়। পরে নেতাকর্মীদের উপর পুলিশ এলোপাতাড়ি লাঠিচার্জ করলে তারা ছত্রভঙ্গ হয়ে যায়। এ সময় উপস্থিত ছিলেন, যুব দলের বিটু মুন্সি, পলাশ মুন্সি, মাহমুদুর রহমান তুরান, ছাত্র নেতা সানজিদ ফেরদৌস নিশো, যুব দল নেতা আমিন হোসেন সজিব, যুবায়ের আহমেদ আশিক, সজল তালুকদার, মো: আহসান, মিশান, হৃদয় মুন্সি, রমিম হাসান, বাসার মুন্সি, ইমরান মুন্সি, আলামিন হোসেন প্রমূখ।