• বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪, ০১:৩২ পূর্বাহ্ন

৫০০ টাকার বিনিময়ে বিআরটিসি বাসে আগুন দেয় তারা,

নিউজ ডেস্ক
আপডেটঃ : বুধবার, ১৫ নভেম্বর, ২০২৩

মিরপুরে বিআরটিসি বাসে আগুন লাগানোর ঘটনায় জড়িত তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ। তারা হলেন- হাফিজুর রহমান (৩৫), শহীদুল ইসলাম (২০) ও শামীম (৪৫)।পুলিশ জানিয়েছে, এক ব্যক্তি গ্রেফতারদের ৫০০ টাকা দিয়েছিল। সেই টাকা পেয়ে বাসে আগুন দিতে রাজি হয়।

মঙ্গলবার (১৪ নভেম্বর) রাত নয়টার দিকে মিরপুর ১০ নম্বরে যানজটে আটকে থাকা বিআরটিসির বাসে আগুন দিয়ে পালানোর সময় একজনকে আটক করা হয়। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে বাকি দুজনকে আটক করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন মিরপুর থানার ওসির মোহাম্মদ মহসিন।

তিনি জানান, বিআরটিসির একটি দোতলা বাস যানজটে আটকা পড়েছিল। এ সময়ে শহীদুল সেই বাসের ভেতর আগুন দিয়ে পালানোর চেষ্টা করে। পরে পথচারীরা তাকে ধরে ফেলে। এরপর পুলিশের খবর দেওয়া হয়। পুলিশ গিয়ে শহীদুল নামে একজনকে আটক করে। তার দেওয়া তথ্যের ভিত্তিতে হাফিজুর ও শামীমকে গ্রেফতার করা হয়েছে।

ওসির মোহাম্মদ মহসিন বলেন, বাসটির তিনটি সিট পুড়ে গেছে। তবে কেউ হতাহত হয়নি। তাদেরকে গ্রেফতার দেখানো হয়েছে।

তিনি আরও জানান, শহীদ একজন নেশাগ্রস্থ। তাকে মাসুদ নামে এক ব্যক্তি ৫০০ টাকা দিয়েছিল। সেই টাকা পেয়ে সে বাসে আগুন দিতে রাজি হয়। এ সময় তার সাথে বাকি দুজন ছিল। তারা এ ঘটনায় জড়িত থাকার কথা স্বীকার করেছেন। মাসুদকে গ্রেফতারের অভিযান চলছে। তাদেরকে কারা পাঠিয়েছে কেন পাঠিয়েছে এসব জানার চেষ্টা চলছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ