চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি॥
ভোলাহাটে পুলিশ অভিযান চালিয়ে অর্ধশতাধীক ফেনসিডিল উদ্ধার করেছে। শনিবার সকালে গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে ভোলাহাট থানার এএসআই নাজমুল হোসেন সঙ্গীয় পুলিশ সদস্য রাজিবসহ অন্যান্য পুলিশ সদস্যকে সাথে নিয়ে অভিযান চালান। অভিযান চালিয়ে উপজেলার দলদলী ইউনিয়নের হরিপুর গ্রামের জহুর আলীর পিতা মৃতঃ দাউদ আলীর বাড়ী অভিযান চালালে জহুর আলী(৩৫) ও আদাতলা গ্রামের আব্দুস সামাদ সামার ছেলে ভিকু(৩০) পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে। পরে পুলিশ জহুর আলীর ঘর তল্লাশি করলে ৬৮ বোতল ফেনসিডিল উদ্ধার করেন। এ সময় জহুর ও ভিকু পালিয়ে যায়। উদ্ধারকৃত ফেনসিডিলের মূল্য ধরা হয়েছে ৪০ হাজার ৮শত টাকা। এ ঘটনায় পুলিশ বাদি হয়ে জহুর আলী ও ভিকুকে পলাতক আসামী করে একটি মামলা করেছেন বলে অভিসার ইনর্চাজ ফাসির উদ্দিন জানান।