চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি॥
কথায় কথায় চাকুরী ছাঁটাই বন্ধ ও সরকারি চাকরীজীবীদের সাথে সামঞ্জস্যপূর্ণ বেতন কাঠামো তৈরীসহ ৫ দফা দাবিতে চাঁপাইনবাবগঞ্জে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন ফার্মাসিউটিক্যাল রিপ্রেজেন্টিটিভ সদস্যবৃন্দ।
রোববার সকাল সাড়ে ১০টায় বাংলাদেশ ফার্মাসিউটিক্যালস রিপ্রেজেন্টেটিভ এ্যাসোসিয়েশন (ফারিয়া) চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখা কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসাবে জেলা শহরের নতুন হুজরাপুর ফায়ার সার্ভিস মোড়ে চাঁপাইনবাবগঞ্জ ডায়াবেটিকস সেন্টারের সামনে এই মানববন্ধন কর্মসূচির আয়োজন করে। প্রায় আধাঘন্টাব্যাপী চলা এ মানববন্ধনে বক্তব্য রাখেন, সংগঠনটির উপদেষ্টা ও সাবেক সভাপতি আজহারুল ইসলাম পিন্টু, জেলা ফারিয়ার সভাপতি মো. নাসিরুল হক, সাধারণ সম্পাদক জামিউল হক সোহেল, যুগ্ম সম্পাদক শহিদুল ইসলাম নয়ন, সদস্য আবু সাঈদ প্রমুখ। বক্তারা ঔষধ শিল্পে নিয়োজিত প্রতিনিধিদের চাকুরীর সুনির্দিষ্ট নীতিমালা প্রণয়নসহ বেতন কাঠামোতে পরিবর্তন আনার পাশাপাশি কথায় কথায় চাকুরী ছাটাই বন্ধে কর্তৃপক্ষের জরুরী হস্তক্ষেপ আশা করেন। এ সময় কর্মসূচির সাথে সংহতি প্রকাশ করে চাঁপাইনবাবগঞ্জ ডায়াবেটিক হাসপাতালের পরিচালক ও জেলা বিএমএ এর সভাপতি ডা. দুরুল হোদা বক্তব্য রাখেন।