• বৃহস্পতিবার, ১৬ জানুয়ারী ২০২৫, ১২:১১ অপরাহ্ন

অসহায় পরীক্ষর্থীকে সাহায্যের হাত বাড়ালেন শাহাজাদী আলম ,

নিউজ ডেস্ক
আপডেটঃ : শনিবার, ২৫ নভেম্বর, ২০২৩

বদিউদ-জ্জামান মুকুল: সোনাতলা (বগুড়া) প্রতিনিধি- মানুষ মানুষের জন্য। জীবন জীবনের জন্য। এ কথাটি আরেকবার প্রমান করলেন, বিশিষ্ট সমাজসেবিকা, মেধাগ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ও সংবাদ সংযোগ পত্রিকার সম্পাদক শাহাজাদী আলম লিপি। বগুড়ার সোনাতলা উপজেলার জোড়গাছা ইউনিয়নের হাটকরমজা রবিদাশ পাড়ার
(হিন্দু সম্প্রদায়ের) মধু রবিদাশের মেয়ে তৃষ্ণা রবিদাশ ২০২৪ সালের এস.এস.সি পরিক্ষার্থী।

সে বাড়ির পাশর্^বর্তী ইউনাইটেড উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী। তৃষ্ণা রবিদাশের বাবা মধু রবিদাশ পেশায় একজন মুচি (জুতা সেলাইকারী)। অভাব অনটন যে পরিবারের নিত্যসঙ্গী। জুতা সেলাইয়ের পয়সায় চলে চার সদস্যের সংসার কোন রকম খুঁড়িয়ে খঁড়িয়ে। প্রাকৃতিক দুর্যোগ কিংবা অন্য কোন কারণে দোকানে বসতে না পারলে অর্ধহারে অনাহারে থাকতে হয় ওই পরিবারের সদস্যদের। এমনটি অবস্থায় তৃষ্ণা রবিদাশের এস.এস.সি পরিক্ষার ফরম পূরণের টাকার জন্য তার দরিদ্র পিতা-মাতা দাদন ব্যবসায়ীদের দারস্থ হয়। শতকরা ২০ টাকা হারে একই এলাকার এক দাদন ব্যবসায়ীর নিকট থেকে সুদে টাকা নিয়ে পরিক্ষার ফরম পূরণ করে।

এ সংক্রান্ত একটি রিপোর্ট সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে ওই পরিবারের সহযোগিতার জন্য এগিয়ে আসেন, বিশিষ্ট সমাজসেবিকা, মেধাগ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ও সংবাদ সংযোগ পত্রিকার সম্পাদক শাহাজাদী আলম লিপি। তিনি গতকাল শুক্রবার ওই পরিবারের সদস্যদের উপস্থিতিতে পরিক্ষার্থী তৃষ্ণা রবিদাশকে ফরম পূরণের ২৫০০ টাকা, স্কুল ইউনির্ফমের টাকা ও পরিক্ষায় অংশ নিতে কেন্দ্রে যাতায়াতের জন্য টাকা প্রদান করেন। এ সময় এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, সুশিল সমাজের

নেতৃবৃন্দ ও তৃষ্ণার বাবা-মা উপস্থিত ছিলেন। এ সময় ওই পরিবারের সদস্যরা
আবেগ আপ্লুত হয়ে কান্নায় ভেঙ্গে পড়েন। শেষে সহযোগিতা করার জন্য
পরোপকারী ওই সমাজ সেবক পরিবারের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।
এস.এস.সি পরিক্ষার্থী তৃষ্ণার মা সবিতা রাণী রবিদাশ বলেন, গত দুই বছর
আগে ওই বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষকের সহায়তায় সাবেক উপজেলা
নির্বাহী কর্মকর্তা সাঈদা পারভিন তার মেয়ের দুই বছরের বেতন মওকুফ করে
দেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ