ময়মনসিংহে রেললাইনের অন্তত ৪০ টি ক্লিপ খুলে নেওয়ায় অভিযোগে অপু হাসান নামে (৪০) এক মাদকাসক্তকে আটক করেছে পুলিশ। শুক্রবার (২৪ নভেম্বর) রাত সাড়ে ৮ টার দিকে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় এলাকায় এ ঘটনা ঘটে। আটক অপু বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের শেষ মোড় এলাকার কুতুব উদ্দিনের ছেলে।
ময়মনসিংহ রেলওয়ে থানার উপপরিদর্শক (এসআই) শহিদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে স্থানীয়দের বরাত দিয়ে বলেন, কৃষি বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীরা রেললাইনে হাঁটার সময় দেখতে পায়, দুজন রেললাইনের ক্লিপ খুলছে। শিক্ষার্থীরা তাদের ধরতে গেলে একজন দৌঁড়ে পালিয়ে যায়। এ সময় শিক্ষার্থীরা অপুকে আটক করে রেলওয়ে থানায় খবর দেন। পরে রেলওয়ে থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে অপুকে আটক করে।
তিনি আরও বলেন, এমন ঘটনার খবর পেয়ে তাৎক্ষণিক ঘটনাস্থলে গিয়ে ক্লিপগুলো লাইনে লাগানো হয়েছে। ক্লিপ খুলে নেওয়ার ঘটনায় ট্রেন চলাচলে কোনো বিঘ্ন ঘটেনি। আটক অপুর বিরুদ্ধে মাদক, চুরিসহ থানায় একাধিক মামলা রয়েছে। এই ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে।
এ বিষয়ে ময়মনসিংহ রেলওয়ে স্টেশন মাস্টার নাজমুল হক খান গণমাধ্যমকে বলেন, এই ঘটনায় ট্রেন চলাচলে কোনো বিঘ্ন ঘটেনি। আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য পুলিশকে নির্দেশনা দেওয়া হয়েছে।