• বৃহস্পতিবার, ১৬ জানুয়ারী ২০২৫, ০৩:০২ অপরাহ্ন

খুলনায় বিএনপির বিক্ষোভ মিছিল,

নিউজ ডেস্ক
আপডেটঃ : বুধবার, ২৯ নভেম্বর, ২০২৩

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি, সরকারের পদত্যাগ ও নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে খুলনায় বিক্ষোভ মিছিল করেছে মহানগর ও জেলা বিএনপি।

বুধবার (২৯ নভেম্বর) দুপুরে খুলনা নগরীর সামছুর রহমান রোড, শান্তিধাম মোড় ও রয়েল হোটেল মোড় এলাকায় বিক্ষোভ মিছিল বের করা হয়। এতে মহানগর ও জেলা বিএনপির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

মিছিল থেকে ঘোষিত নির্বাচনী তফসিল বাতিল ও সরকারের পদত্যাগের দাবিতে শ্লোগান দেয়া হয়।
এর আগে মঙ্গলবার রাতে ময়লাপোতা মোড় এলাকায় মশাল মিছিল বের করে জেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

এতে জেলা বিএনপি’র যুগ্ম-আহ্বায়ক ও জেলা যুবদলের সভাপতি এসএম শামীম কবির, বিএনপি নেতা মোল্লা সাইফুর রহমান, খন্দকার ফারুক হোসেন, মিরাজুর রহমান, সরদার আব্দুল মালেক, জেলা যুবদলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নাদিমুজ্জামান জনি, জেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি মাসুম বিল্লাহ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ