জেলার ছয়টি আসনের সর্বত্রই জাতীয় সংসদ নির্বাচনের আমেজ বইতে শুরু করেছে। বিশেষ করে এ অঞ্চলের মর্যাদাপূর্ণ বিভাগীয় শহরের আসন বরিশাল-৫ (সদর) নির্বাচনী এলাকা উৎসবমুখর হয়ে উঠেছে।
ইতোমধ্যে ছয়টি আসনে ১০ জন স্বতন্ত্র প্রার্থীসহ ৩৪ জনে মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন। যারমধ্যে বরিশাল-১ আসনে দুইজন, বরিশাল-২ আসনে সাতজন, বরিশাল-৩ আসনে ছয়জন, বরিশাল-৪ আসনে দুইজন, বরিশাল-৫ আসনে ছয়জন এবং বরিশাল-৬ আসনে সর্বোচ্চ ১১ জন। এরমধ্যে বরিশাল-২ আসনে প্রখ্যাত কন্ঠশিল্পী নকুল কুমার বিশ্বাস, বরিশাল-৫ আসনে সদ্য সাবেক সিটি মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ ও বরিশাল-৩ আসনে বিভাগ উন্নয়ন ফোরামের সাধারণ সম্পাদক আতিকুর রহমান মনোনয়ন ফরম সংগ্রহ করে ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছেন।
বুধবার সকালে সিনিয়র জেলা নির্বাচন অফিসারের কার্যালয় সূত্রে জানা গেছে, এ পর্যন্ত বরিশাল-১ আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ও বর্তমান সংসদ সদস্য আবুল হাসানাত আব্দুল্লাহ, জাতীয় পার্টি মনোনীত প্রার্থী সেরনিয়াবাত সেকান্দার আলী মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন।
বরিশাল-২ আসনে আওয়ামী লীগ মনোনীত তালুকদার মোঃ ইউনুস, তৃণমূল বিএনপি মনোনীত আলহাজ্ব মোঃ শাহজাহান সিরাজ, জাকের পার্টি মনোনীত স্বপন মৃধা, ওয়ার্কার্স পার্টি মনোনীত জহরুল ইসলাম, জাতীয় পার্টি মনোনীত মোঃ ইকবাল হোসেন তাপস, ন্যাশনাল পিপলস পার্টি (এনপিপি) মনোনীত সাহেব আলী ও কৃষক শ্রমীক জনতা লীগ মনোনীত নকুল কুমার বিশ্বাস মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন।
বরিশাল-৩ আসনে জাতীয় পার্টি মনোনীত প্রার্থী ও বর্তমান সংসদ সদস্য গোলাম কিবরিয়া টিপু, আওয়ামী লীগ মনোনীত সরদার মোঃ খালেদ হোসেন স্বপন, ওয়ার্কার্স পার্টি মনোনীত শেখ মোঃ টিপু সুলতান, জাকের পার্টি মনোনীত মিজানুর রহমান বাচ্চু, প্রভাবশালী স্বতন্ত্র প্রার্থী মোঃ আতিকুর রহমান ও ড. মোহাম্মদ আমিনুল হক মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন।
বরিশাল-৪ আসনে আওয়ামী লীগ মনোনীত শাম্মী আহমেদ ও জাতীয় পার্টি মনোনীত প্রার্থী মোঃ মিজানুর রহমান মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন। বরিশাল-৫ আসনে আওয়ামী লীগ মনোনীত ও বর্তমান সংসদ সদস্য জাহিদ ফারুক শামীম, জাতীয় পার্টি মনোনীত মোঃ ইকবাল হোসেন তাপস, এনপিপি মনোনীত আব্দুল হান্নান সিকদার, জাকের পার্টির মোঃ আবুল হোসেন, স্বতন্ত্র প্রার্থী হিসেবে বরিশাল মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ ও মোঃ সালাউদ্দিন রিপন মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন।
বরিশাল-৬ আসনে আওয়ামী লীগ মনোনীত আব্দুল হাফিজ মল্লিক, জাতীয় পার্টি মনোনীত বর্তমান সাংসদ নাসরিন জাহান রতনা, জাসদ মনোনীত মোহাম্মদ মোহসিন, এনপিপি মনোনীত মোঃ মোশারফ হোসেন, জাকের পার্টির হুমায়ুন কবির সিকদার, স্বতন্ত্র প্রার্থী খান আলতাফ হোসেন ভুলু, মোঃ জাকির হোসেন খান সাগর, মোঃ নুর এ আলম সিকদার, মোঃ শাহরিয়ার মিঞা, রাজিব আহম্মেদ তালুকদার ও মোঃ শাহবাজ মিঞা মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন।