ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি॥
ময়মনসিংহের ভালুকা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে (১৬ অক্টোবর) সোমবার সকালে জাতীয় ইঁদুর নিধন অভিযান ২০১৭’র উদ্বোধন ও আর্ন্তজাতিক খাদ্য দিবস অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা কৃষি অধিদপ্তর হলরুমে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা মাসুদ কামালের সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা সঞ্জয় কুমার পাল। অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান রফিকুল ইসলাম পিন্টু, কৃষকলীগ সভাপতি আহসান হাবিব মোহন, উপজেলা মৎস্য কর্মকর্তা রোমানা শারমিন, উপজেলা সমবায় কর্মকর্তা মন্তোষ কুমার গোপ, কৃষক এনামুল হক প্রমুখ।
এ সময় উপস্থিত উপ-সহকারী কৃষি কর্মকর্তাদের ইঁদুর নিধনে নানা কৌশল বিষয়ে কৃষকদের পরামর্শ দেয়ার আহবান জানানো হয়।