পাভেল মিয়া, সারিয়াকান্দি (বগুড়া) প্রতিনিধি: আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া-১ (সারিয়াকান্দি-সোনাতলা) আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে শাহাজাদী আলম লিপি নির্বাচনী মনোনয়ন ফরম জমা দিয়েছেন।
আজ বৃহস্পতিবার বিকেলে উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং অফিসার মোঃ তৌহিদুর রহমানের নিকট তিনি মনোনয়নপত্র জমা দেন। এসময় তার সাথে উপস্থিত ছিলেন ফুলবাড়ি ইউনিয়ন আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক সামছুল হক বাবলু, পৌর আওয়ামীলীগ সাংগঠনিক সম্পাদক রাসেল প্রামানিক,রেজাউল করিম রনি।
শাহাজাদী আলম লিপি দৈনিক সংবাদ সংযোগ পত্রিকার সম্পাদক ও মেধা গ্রুপের চেয়ারম্যান।
তিনি বগুড়া-১ আসন থেকে সংসদ নির্বাচন করার জন্য দীর্ঘদিন ধরে বিভিন্নভাবে গরীব-দুঃখী মানুষের সেবা করে চলেছেন। তিনি অবহেলিত মানুষের কল্যাণে নিজেকে আত্ম নিয়োগ করার জন্যই সংসদ নির্বাচন করছেন বলে জানান।
তিনি বলেন গরীব-দুঃখী মানুষের সেবা করার জন্য জনপ্রতিনিধি হতে এসেছি। আপনারা আমার জন্য দোয়া করবেন এবং আসন্ন সংসদ নির্বাচনে আমার সাথে থেকে আপনার মূল্যবান ভোটটি আমাকে দিয়ে বিজয়ী করবেন।’