হবিগঞ্জ শহরের শায়েস্তানগরে বিএনপি ও পুলিশের মধ্যে সংঘর্ষের ঘটনায় প্রায় ১০০ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা করেছে পুলিশ। সোমবার রাতে সদর থানার এসআই জয় পাল বাদী হয়ে পুলিশ এসল্ট ও বিস্ফোরক আইনে এ মামলাটি করেন।
মামলায় জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সৈয়দ মুশফিক আহমেদকে প্রধান আসামি করে ৪৬ জনের নাম উল্লেখ করা হয়। মামলায় ৪০-৫০ জনকে অজ্ঞাত রাখা হয়েছে।
সদর থানার ওসি অজয় চন্দ্র দেব বিষয়টি নিশ্চিত করে জানান, এ ঘটনায় এখনো কাউকে গ্রেফতার করা সম্ভব হয়নি। তবে অভিযান অব্যাহত আছে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, রোববার আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষ্যে মানববন্ধন চলাকালে বিএনপি নেতাকর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়। এতে পুলিশ, সাংবাদিকসহ বিএনপির অর্ধশতাধিক নেতাকর্মী আহত হন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ২৬৯ রাউন্ড রাবার বুলেট ও ২৯ রাউন্ড টিয়ারশেল নিক্ষেপ করে। এ ঘটনায় উল্লিখিত মামলা করা হয়। মামলায় সৈয়দ মুশফিক ছাড়াও জেলা যুবদলের সদস্য সচিব সাফিকুর রহমান সিতু ও ছাত্রদল সাধারণ সম্পাদক জিল্লুর রহমানকে আসামি করা হয়েছে।