• বৃহস্পতিবার, ১০ অক্টোবর ২০২৪, ০৪:০৭ পূর্বাহ্ন

জৈব সার ব্যবহার বাড়ছে কেচো সার বিক্রি হচ্ছে ১২ টাকা কেজি

আপডেটঃ : মঙ্গলবার, ১৭ অক্টোবর, ২০১৭

উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধি ॥
সিরাজগঞ্জের উল্লাপাড়ায় বিভিন্ন সবজি ফসলের আবাদে জৈব সার ব্যবহারে কৃষকদের আগ্রহ বাড়ছে। এরা মাটির উর্বর শক্তি বাড়াতে জৈব সারের সবচেয়ে বেশি গোবর সার ব্যবহার করছে। এছাড়া স্থানীয় ভাবে তৈরি ভার্মিক কম্পোষ্ট কেচো সার ব্যবহার করা হচ্ছে। গত সপ্তাহ খানেক হলো উল্লাপাড়ার বিভিন্ন এলাকায় কৃষকেরা শীতকালীন সবজি ফসলের আবাদে মাঠে নামতে শুরু করেছে। এ ফসলের মধ্যে বেশি আবাদ হচ্ছে কফি ও মুলা। কৃষকেরা এ ফসলের চারা রোপনের আগে জমি তৈরিতে জৈব সার ব্যবহার করছে। এরা নিজেদের মজুত থেকে গোবর সার ব্যবহার করছে। যাদের মজুত নেই, এমন কৃষকেরা গোবর সার কিনে জমিতে দিচ্ছে। এক মণ গোবর সার কিনতে হচ্ছে ৬০ থেকে ৮০ টাকায়। এছাড়া উল্লাপাড়ার বড়হর, অলিপুর এলাকায় বানিজ্যিক ভিত্তিতে কেচো সার উৎপাদন করা হচ্ছে। এখান থেকে আগ্রহী কৃষকেরা কেচো সার কিনে জমিতে ব্যবহার করছে। প্রতি কেজি কেচো সারের দাম ১০ থেকে ১২ টাকা। উল্লাপাড়া সদর ইউনিয়নের নাগরৌহা গ্রামের কৃষক মোঃ রেজা মিয়া জানান, তিনি গত ক’বছর হলো সবজি ফসলের আবাদে জৈব সার ব্যবহার করছেন। এতে খরচ কম এবং মাটির উর্বর শক্তি অনেক বেশি হয়। উল্লাপাড়া উপজেলা উপ-সহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা মোঃ আজমল হক জানান, অফিসিয়ালি জৈব সার ব্যবহারে কৃষকদের বরাবরই পরামর্শ দেয়া হচ্ছে। বিভিন্ন ইউনিয়নে ব্লক সুপার ভাইজারদের মাধ্যমে কৃষকদের মধ্যে জৈব সার ব্যবহারে উদ্বুদ্ধ করা হচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ