বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আমানউল্লাহ আমান, যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন, হাবিব-উন-নবী খান সোহেল, যুবদল ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি রফিকুল আলম মজনুসহ ১২ নেতাকর্মী চার মামলায় আগাম জামিন পেয়েছেন।
বুধবার বিচারপতি মো. মিসবাহউদ্দিন চৌধুরী ও জাফর আহমেদের সমন্বয়ে গঠিত হাইকোর্ট ডিভিশন বেঞ্চ পুলিশ প্রতিবেদন দেয়ার আগ পর্যন্ত তাদের জামিন মঞ্জুর করেন।
খালেদা জিয়ার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির প্রতিবাদে বিক্ষোভ কর্মসূচি চলাকালীন পুলিশের কাজে বাধা দেয়ার অভিযোগে বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে পল্টন থানায় ৩টি ও মতিঝিলে একটিসহ চার মামলা করা হয়।
বিএনপি চেয়ারপারসন ও তিন বারের সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার বিরুদ্ধে কুমিল্লায় একটি মামলায় গ্রেফতারি পরোয়ানা জারির পর গত বৃহস্পতিবার ঢাকায় আরও দুটি মামলায় গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়।
এর প্রতিবাদে শনিবার ঢাকাসহ সারা দেশে বিক্ষোভ কর্মসূচি পালন করেন বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা