অতিরিক্ত মোটা হওয়ার কারণে প্রায়ই নানা ধরনের বিব্রতকর পরিস্থিতির মুখে পড়তে হয় মানুষকে। কখনো কখনো বন্ধুমহলেও হাসি-তামাশা সহ্য করতে হয়। কিছুদিন আগে বিশ্বের সবচেয়ে মোটা নারীকে চিকিৎসার জন্য ভারতে আনার ক্ষেত্রেও তৈরি হয়েছিল জটিলতা। তাকে নিয়ে যাওয়ার জন্য রাজি হচ্ছিল না কোনো বিমানই।
তবে মোটা হওয়ার যে বেশকিছু ভালো দিকও রয়েছে সেই কথাই এবার জানা গেল। মার্কিন যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার বাসিন্দা স্টিফেন ডোনালসন ট্যাক্স ফাঁকির মামলায় দোষী সাব্যস্ত হওয়ার পরও কিনা শুধু মোটা হওয়ার জোরে এখন স্বপ্ন দেখছেন সাজার হাত থেকে বেঁচে যাওয়ার।
গত সপ্তাহেই ট্যাক্স ফাঁকির মামলায় ছয় বছর চার মাসের কারাদণ্ড হয় স্টিফেনের। কিন্তু তার আইনজীবী বিচারকের কাছে আবেদন জানান, পাঁচ ফুট ৯ ইঞ্চির স্টিফেনের ওজন ১২৪ কেজি। এই ওজনের একজন মানুষকে এই ধরনের শাস্তি দেওয়াটা হবে অমানবিক। স্টিফেনের আইনজীবী বিচারকের কাছে আবেদন জানালেও তা আমলে নেওয়া হয়েছে কীনা তা জানা যায়নি।-এপি