ভোলায় মেঘনা নদীতে মালবাহী একটি ট্রলার ডুবে গেছে। এ ঘটনায় পাঁচজনকে জীবিত উদ্ধার করা হলেও বাবা-ছেলে নিখোঁজ রয়েছেন।
রোববার (২১ জানুয়ারি) রাত ১টার দিকে মেঘনার জোড়খাল পয়েন্টে এ দুর্ঘটনা ঘটে। নিখোঁজ দুজন হলেন আব্দুর রাজ্জাক সরদার ও তার ছেলে পারভেজ সরদার। তাদের বাড়ি বরিশালে মেহেন্দীগঞ্জ উপজেলায়।
ভোলা নৌ পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিদ্যুৎ কুমার জানান, রোববার রাত ৯টার দিকে ভাঙারি মালপত্র নিয়ে মনপুরা থেকে মেহেন্দিগঞ্জগামী একটি ট্রলার তীব্র স্রোতের কারণে মেঘনায় ডুবে যায়। এসময় অন্য ট্রলারের সহায়তায় ওই ট্রলারের পাঁচজনকে উদ্ধার করা হলেও বাকি দুজন নিখোঁজ হন।
এ ঘটনার পর নৌ-পুলিশের একটি টিম রাতেই ঘটনাস্থলে গেছে। নিখোঁজ বাবা-ছেলেকে উদ্ধারে কাজ করছে ডুবুরি দল।