যুব ও ক্রীড়ামন্ত্রী নাজমুল হাসান দায়িত্ব নিয়ে শুরুতেই বলেছিলেন ফেডারেশনগুলোর চাহিদা তিনি শুনবেন, সে অনুযায়ী সহযোগিতা করবেন সাফল্যের প্রতিশ্রুতি আদায় করে নিয়ে। নতুন মন্ত্রী সে অনুযায়ী কাজ শুরু করে দিয়েছেন। আজ ১০ টি ফেডারেশনের কর্মকর্তাদের সঙ্গে বসেছিলেন তিনি। তাঁদের চাহিদার কথা শুনেছেন।
শুনে যে প্রতিক্রিয়া একইসঙ্গে বাংলাদেশ ক্রিকেটে বোর্ডের সভাপতির দায়িত্ব পালন করা নাজমুল হাসানের তাতে ক্রিকেটের বাইরে অন্য খেলাগুলো এখন আশ্বস্ত হতেই পারে।
জাতীয় ক্রীড়া পরিষদে সভা শেষে নাজমুল হাসান যেমনটা বলেছেন, ‘আজ ফেডারেশনগুলোর কাছে শুনেছি তারা কী অবস্থায় আছে, কী করতে চায়, তাতে কী কী সমস্যা তাদের। তো মূলত আর্থিক সংকটের কথাই বলেছে সবাই। তবে আমি যেমনটা ভেবেছিলাম, সত্যি বলতে তার ৫ ভাগও নয় এই সমস্যা।
আমরা তা মেটাতে সক্ষম। ফেডারেশন, সরকার এবং স্পন্সর এই তিনটি একসঙ্গে কাজ করবে এক্ষেত্রে।’ নাজমুল জানিয়েছেন, গুরুত্ব বিবেচনায় শ্যুটিং, আর্চারি, সাঁতারের মত ফেডারেশনগুলোর সঙ্গে তিনি আবার আলাদাভাবে বসবেন। আর্চারি নিজস্ব কমপ্লেক্স ও শ্যুটিংও আরও আধুনিক কমপ্লেক্সের চাহিদার কথা জানিয়েছে।
মন্ত্রী সে ব্যপারেও তাদের আশ্বস্ত করেছেন। কুস্তি, তায়কোয়ানদো, জিমন্যাস্টিকস, কারাতের মত বেশ কিছু খেলারও ভেন্যুর চাহিদা আছে। পূর্বাচলে শেখ হাসিনা স্টেডিয়াম কমপ্লেক্সে অন্তত এমন পাঁচটি খেলার ভেন্যু হবে বলে তিনি জানিয়েছেন।
নাজমুল জানিয়েছেন, শ্যুটিং ও আর্চারি অলিম্পিক লক্ষ্য করে তাদের চাহিদার কথা জানিয়েছে। অন্যান্য খেলাগুলোও দক্ষিণ এশিয়া বা এশিয়ান মানে নিজেদের লক্ষ্যের কথা জানিয়েছে।
পরের ধাপে আরও কিছু ফেডারেশনের সঙ্গে বসবেন নাজমুল হাসান। আজ যেমন ফুটবল ও হকি ফেডারেশনর কর্মকর্তাদের সঙ্গে বসার কথা আছে তাঁর মন্ত্রনালয়ে।