• মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪, ১১:১০ অপরাহ্ন

বরিশালে বাস ও জিপের মুখোমুখি সংঘর্ষে উপজেলা চেয়ারম্যানসহ আহত ৫

নিউজ ডেস্ক
আপডেটঃ : বুধবার, ২৪ জানুয়ারী, ২০২৪
ছবি সংগৃহীত

বরিশাল-পটুয়াখালী মহাসড়কের সদর উপজেলার কর্নকাঠী এলাকায় বিশ্ববিদ্যালয়ের সামনে বাস ও একটি জিপের মুখোমুখি সংঘর্ষ হয়েছে। বুধবার বেলা ১২টার দিকে এ দুর্ঘটনায় পটুয়াখালীর কলাপাড়া উপজেলা চেয়ারম্যানের পাজেরো জীপের সামনের অংশ দুমড়েমুচড়ে যায়। আহত হয় উপজেলা চেয়ারম্যানসহ ৫ জন।

বরিশাল মেট্রোপলিটনের বন্দর থানার ওসি আবদুর রহমান মুকুল জানান, কলাপাড়া উপজেলা চেয়ারম্যান এসএম রাকিবুল আহসান তার পরিবার নিয়ে সরকারি জীপে বরিশালের দিকে যাচ্ছিলেন। জীপটি কর্নকাঠী বিশ্ববিদ্যালয়ের সামনের এলাকা অতিক্রমকালে বরিশাল থেকে নলছিটিগামী একটি বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে জীপটির সামনে অংশ বিধ্বস্ত হয়। আহত হয় জীপ ও বাসে থাকা ৫ জন।

এরা হলেন কলাপাড়া উপজেলা চেয়ারম্যান এসএম রাকিবুল আহসান, তার স্ত্রী সুরাইয়া নাসরিন, বোন শাহনাজ সুলতানা ও জীপের চালক আবুল কালাম এবং বাসের যাত্রী বরিশাল বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের ২০১৭-১৮ বর্ষের শিক্ষার্থী তাবাসুম আক্তার। আহতদের শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ঘটনাস্থল পরিদর্শনকারী বন্দর থানার উপ-পরিদর্শক তোফায়েল আহম্মেদ জানান, দুর্ঘটনার পর সেখানে জটলা সৃষ্টি হলে যান চলাচল বাঁধাগ্রস্থ হয়। পুলিশ তাদের সরিয়ে যান চলাচল স্বাভাবিক করে। একই সঙ্গে বাস ও জিপটি জব্ধ করা হয়েছে। দুর্ঘটনার পর বাসের চালক ও হেলপার পালিয়েছে বলে তিনি জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ