• সোমবার, ২০ মে ২০২৪, ০৬:০৫ অপরাহ্ন

বগুড়ায় কৃষকরা শীত উপেক্ষা করে বোরো চাষ শুরু করেছে

নিউজ ডেস্ক
আপডেটঃ : বুধবার, ২৪ জানুয়ারী, ২০২৪

জেলায় প্রচন্ড শীত উপেক্ষা করে বোরা চাষ শুরু করেছে কৃষকরা।গত কয়েক বছর ভালো দাম পাওয়ায় বগুড়ায় এবার গত বছরের চেয়ে বেশি জমিতে বোরো চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। যেসব জমিতে সরিষার চাষ হয়েছিল তা এখন কাটা হচ্ছে। সেই সব জমিতে শৈত্য প্রবাহ উপক্ষো করে কৃষক বোরো চাষে ব্যস্ত সময় পার করেছে।

জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সহকারি কৃষি অফিসার ফরিদ উদ্দিন জানান এবার জেলায় ১ লাখ ৮৭ হাজার ৮১০ হেক্টর জমিতে বোরো চাষের লক্ষ্যমাত্র নির্ধারণ করা হয়েছে। গত বছর লক্ষমাত্র ছিল ১ লাখ ৮৭ হাজার ১৯৫ হেক্টর।

এ বছর বোরো উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৭ লাখ ৮৯ হাজার ৪৩২মেট্রিকটন(চাল আকারে)। গত বছর বোরো উৎপাদন হয়েছিল ৭ লাখ ৭৭ হাজার ৬৩১ মেট্রিকটন(চাল আকারে) । কৃষি বিভাগ জানায় , এবার আবহাওয়া ভালো থাকলে উৎপাদনের লক্ষ্যমাত্রা ছাড়িয়ে যাবে।
কৃষি কর্মকর্তারা জানান ,জমি থেকে আলু উঠানো শেষ হলে পুরোদমে বোরো চাষ শুরু হবে। সুত্র বাসস


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ