• বৃহস্পতিবার, ০২ জানুয়ারী ২০২৫, ১০:৩৭ অপরাহ্ন

বিগব্যাশের সেরা খেলোয়াড় আসছেন বিপিএলে, খেলবেন চটগ্রামের হয়ে

নিউজ ডেস্ক
আপডেটঃ : বৃহস্পতিবার, ২৫ জানুয়ারী, ২০২৪
ফাইল ছবি

রীতিমতো যেন সবাইকে চমকে দিল চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। ভক্ত-সমর্থকদের জন্যে দারুণ এক উপহার নিয়ে এসেছে দলটি। সদ্য শেষ হওয়া বিগ ব্যাশের টুর্নামেন্ট সেরা ক্রিকেটারকে উড়িয়ে আনছে তারা। দলে ভিড়িয়েছে জশ ব্রাউনকে।

অস্ট্রেলিয়ান ব্যাটার জশ ব্রাউনকে দলে টেনেছে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। চলতি আসরের বাকি সময়ের জন্যে চুক্তিবদ্ধ হয়েছে তার সাথে। জানা গেছে আজই বাংলাদেশের বিমান ধরবেন ব্রাউন।

এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে চট্টগ্রাম। আসরের তৃতীয় অস্ট্রেলিয়ান হতে যাচ্ছেন তিনি।

জশ ব্রাউন আন্তর্জাতিক ক্রিকেটে খুব একটা পরিচিত মুখ না হলেও অস্ট্রেলিয়ার ক্রিকেটে প্রসিদ্ধ এক নাম। আজই (বুধবার) বিগব্যাশে শিরোপা জিতিয়েছেন নিজ দলকে। তার ব্যাটে ভর করেই শিরোপা খরা কেটেছে ব্রিসবেন হিটের। এক যুগ পর চ্যাম্পিয়ন তকমা পুনরুদ্ধার করেছে দলটি।

ব্রাউন অবশ্য নিজের সক্ষমতার জবাব রাখেন নক আউট ম্যাচে অ্যাডিলেড স্ট্রাইকার্সের বিপক্ষে ব্যাট হাতে রীতিমতো তাণ্ডব চালিয়ে। ওভালে মাত্র ৪১ বলে সেঞ্চুরি করেছিলেন ব্রাউন। আউট হবার আগে করেন ৫৭ বলে ১৪০ রান। ফাইনালেও হাঁকিয়েছেন ফিফটি, ৫৩। আর দ্বিতীয় সর্বোচ্চ ৩৬৬ রান নিয়ে হয়েছেন আসর সেরাও।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ