চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি॥
শেখ রাশেল মঞ্চ পাঠাগার ভোলাহাট উপজেলা শাখার আয়োজনে মঙ্গলবার উপজেলা পরিষদ মিলনায়তনে মঞ্চের সভাপতি নাজমুল হোসেন বাবুর সভাপতিত্বে বেলা টার দিকে আলোচনা সভাসহ নানা আয়োজনের মধ্য দিয়ে শহীদ শেখ রাশেলের ৫৩তম জন্ম বার্য়িকী পালিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন স্থানীয় সংসদ সদস্য গোলাম মোস্তফা বিশ্বাস। প্রধান বক্তা ছিলেন, সংসদ সদস্য বেগম আখতার জাহান। বিশেষ অতিথি ছিলেন, ভোলাহাট উপজেলা আলীগ শাখার সিনিয়ার সহ সভাপতি ইয়াসিন আলী শাহ, সাধারণ সম্পাদক বীরমুক্তিযোদ্ধা ডাঃ আশরাফুল ইসলাম চুনু, চাঁপাইনবাবগঞ্জের সংরক্ষিত মহিলা আসনের জেলা পরিষদ সদস্য হোসনে আরা পাখী, সদস্য পিয়ার জাহান। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা ছাত্রলীগ সভাপতি মাহালত আশরাফুল ইসলাম, আশরাফুল ইসলাম লালসহ অন্যরা। আলোচনার পর জন্ম দিনের কেককাটেন অতিথিগণ। পরে উপজেলার প্রাথমিক বিদ্যালয়, মাধ্যমিক বিদ্যালয়, কলেজ ও সমমান শিক্ষার্থীদের রচনা, চিত্রাংকন ও বঙ্গবন্ধুর ভাষণ প্রতিযোগিতায় অংশ গ্রহণকারী বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। সব শেষ মনোজ্ঞ সাংস্কৃতি অনুষ্ঠানের মধ্যদিয়ে অনুষ্ঠানের সমপনী ঘটে।