• রবিবার, ২৯ ডিসেম্বর ২০২৪, ০৩:৩৪ অপরাহ্ন

অর্থনৈতিক চ্যালেঞ্জ মোকাবিলায় সহায়তা করবে যুক্তরাজ্য: অর্থমন্ত্রী

নিউজ ডেস্ক
আপডেটঃ : বৃহস্পতিবার, ১ ফেব্রুয়ারী, ২০২৪

দেশের অর্থনৈতিক চ্যালেঞ্জ মোকাবিলায় যুক্তরাজ্য সহায়তা করবে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী। বৃহস্পতিবার (০১ফেব্রুয়ারি ) সচিবালয়ে নিজ দপ্তরে ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুকের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান। তিনি বলেন, যুক্তরাজ্যের সাথে আমাদের বহুদিনের সম্পর্ক। আমরা অনেক রকম আইডিয়া নিয়ে আলোচনা করেছি। যুক্তরাজ্য অর্থনীতির উন্নয়নে সহায়তার আশ্বাস দিয়েছে। যেহেতু তারা দীর্ঘদিন আমাদের সাথে কাজ করছে, তারাও তো বাংলাদেশের অবস্থা বোঝে।

তাদের এ ব্যাপারে অভিজ্ঞতাও আছে। অর্থনৈতিক কোন ক্ষেত্রে সহযোগিতা পাওয়া যাবে- এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, তারা আমাদের সহায়তা করতে চায়। কোন কোন খাতে- সেটি এখন বলা যাবে না। সেগুলো নিয়ে এখন আলোচনা চলছে। বাংলাদেশ কোন সহযোগিতা চেয়েছেন কি না- জানতে চাইলে মন্ত্রী বলেন, হ্যাঁ, নিশ্চয়ই। এখন সেটি নির্ভর করে তারা কিভাবে আমাদের সহযোগিতা করতে চায়।

আমি বলেছি, ‘তোমরা তো এখানে বহুদিন ধরে আছ। আমাদের সাথে একটা সম্পর্ক আছে। সুতরাং, তোমরা দেখ কিভাবে কী অফার করতে পার। আমরা অর্থনৈতিক চ্যালেঞ্জ মোকাবিলা করছি। এক্ষেত্রে যুক্তরাজ্য কিভাবে আমাদের সহযোগিতা করবে, এমন প্রশ্নের জবাবে ব্রিটিশ হাইকমিশনার বলেন, আমরা খুব ভালো একটি আলোচনা করেছি। আমরা আলোচনা করেছি যুক্তরাজ্য ও বাংলাদেশ কিভাবে অর্থনৈতিক ক্ষেত্রে একসাথে কাজ করতে পারে তা নিয়ে। আমরা সমর্থন করেছি সাস্টেইনেবল বাংলাদেশ গড়তে। বাংলাদেশের এলডিসি গ্র্যাজুয়েশনে আমরা তাদের পাশে আছি। কারণ, আমরা উন্নয়নশীল দেশ গঠনে সবসময়ই তাদের সাথে রয়েছি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ