চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি॥
চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার চরবাগডাংগা ইউনিয়ের গড়ায় পাড়ায় মোঃ সাজেমান আলীর ছেলে মোঃ ফারুক হোসেন-কে গ্রাম্য কোন্দলের জের ধরে এলাপাথাড়ি মারধর করে। ঘটনাটি ঘটে সোমবার রাত ৭ টায় চাঁদ ভাষার মোড় থেকে তার বাড়ি ফেরার মাঝ পথে তিল খেত থেকে ওত পেঁতে থাকা ঐ গড়ায় পাড়া গ্রামের আশরাফুলের ছেলে, মোঃ জাহির, মোঃ ঈশার ছেলে কামাল, মৃত্যু সোলায়মান এর ছেলে বদর আলীসহ আরও কয়েকজন যুবক বেরিয়ে এসে ফারুক হোসেন-কে এলোপাথারি মারধর করতে থাকা অবস্থায় অজ্ঞান হলে ঐ যুবকেরা ফেলে পালিয়ে যায়। পরে পথ দিয়ে আসা এলাকাবাসী অচেতন অবস্থায় উদ্ধার করে রাত সাড়ে ৮ টায় সদর মেডিকেল হাসপাতালে ভর্তি করে। দায়িত্বরত চিৎকিসক ডাঃ মোঃ ইসমাইল হোসেন জরুরি বিভাগে প্রাথমিক চিৎকিসা করে মেডিকেল ভর্তি করেন।