বাজি ফাটানোর নিষেধাজ্ঞার পক্ষে টুইট করে ভারতীয় সমর্থকদের তোপের মুখে পড়েছেন বিরাট কোহলি।
ভারতের গণমাধ্যমে বলা হয়েছে, ভারত অধিনায়কের ওপর আমজনতা এতটাই ক্ষুব্ধ যে, সামাজিক যোগাযোগের মাধ্যমে সমালোচনার ঝড় বইয়ে যাচ্ছে। আমজনতা রীতিমতো ধুয়ে দিচ্ছেন কোহলিকে।
সমালোচনার ভাষাটা কতটা কড়া সেটা একটা কথায় স্পষ্ট, ক্ষুব্ধ সমর্থকরা কোহলিকে ‘ভণ্ড’ আখ্যায়িত করেছেন!
গত বছর দীপাবলিতে অতিমাত্রায় বাজি ফোটানোর ফলে দিল্লিতে ভয়াবহ কুয়াশার সৃষ্টি হয়েছিল। দেখা দেয় মারাত্মক শব্দ দূষণ। পরিবেশ ও শব্দ দূষণের সেই কবল থেকে দিল্লি শহরকে বাঁচাতে এ বছরের দীপাবলিকে সামনে রেখে তাই বাজি ফোটানোর ওপর নিষেধাজ্ঞা জারি করে ভারতের সুপ্রিমকোর্ট। ওয়েবসাইট।