রংপুর প্রতিনিধি॥
বাংলাদেশ ভিলেজ ইলেকট্রিশিয়ানদের রিটের প্রেক্ষিতে মহামান্য হাইকোট বিভাগের রায় তাদের পক্ষে রায় প্রদান ও বি, আর, ইবি’র দপ্তারাদেশ দেয়ার পরেও গ্রাহ্য করছেন না সিনিয়ার/জেনারেল ম্যানেজার। কিন্তু দীর্ঘদিনেও তাদের দাবীর বাস্তবায়ন না হওয়ায় এবং সংশ্লিষ্টদের অবহেলার কারণে তারা পরিবার পরিজন নিয়ে বিগত ২৭ মাস ধরে মানবেতার জীবন-যাপন করে আসছেন ।
অথচ, দক্ষ ও প্রশিক্ষিত নিবন্ধনধারী ইলেকট্রিশিয়ানদের কোনঠাসা করে রাখা হয়েছে রংপুর পল্লী বিদ্যুৎ সমিতি-১ সহ সারাদেশে। এরফলে আমরা মানবেতার জীবন-যাপন করছি। বলছিলেন বাংলাদেশ ভিলেজ ইলেকট্রিশিয়ান ইউনিয়নের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক রুহুল আমিন। রুহুল আমিনের মত সারাদেশে এই ভিলেজ ইলেকট্রিশিয়ান সংখ্যা প্রায় ২৫ হাজার। রংপুর বিভাগের সাংগঠনিক সম্পাদক অনুমোদিত ভিলেজ ইলেকট্রিশিয়ান নুর ইসলাম নুরু অভিযোগ করে বলেন, বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড আমাদেরকে প্রশিক্ষণ দিয়েছে। আমরা দক্ষতার সাথে সুষ্ঠভাবে কাজ সম্পন্ন করেছি। কিন্তু হঠাৎ করেই অদক্ষ ইলেকট্রিশিয়ানের দ্বারা ওয়ারিং কাজ করানো হচ্ছে। আমাদেও ন্যায্য অধিকার দেওয়া হচ্ছে না। বিগত ২৫/০৮/১৫ খ্রি: থেকে বাংলাদেশের বিভিন্ন অঞ্চলের পল্লী-বিদ্যুৎ সমিতির কর্মরত ভিলেজ ইলেকট্রিশিয়ানগন তাদের দাবী আদায়ের জন্য বি,আর,ইবি’র চেয়ারম্যান শুভ দৃষ্টি কামনা ও মাননীয় প্রধান মন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেছেন ।