সরকারের সময় শেষ তাই ক্ষমতায় টিকে থাকতে সর্বশক্তি প্রয়োগ করছে বলে মন্তব্য করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সরকারের পায়ের নিচের মাটি সরে গেছে। বুধবার দুপুরে রাজধানীর রমনা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে প্রতিবাদ সভায় তিনি একথা বলেন।
বিএনপি সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করার প্রতিবাদে ঢাকা মহানগর দক্ষিণ এই প্রতিবাদ সভার আয়োজন করে।
মির্জা ফখরুল বলেন, আগামী নির্বাচনকে কেন্দ্র করে সরকার মরিয়া হয়ে গেছে, তাই মামলা দিয়ে সরকার বিএনপিকে নির্বাচন থেকে দূরে রাখতে চায়। তাই সমস্ত মামলা শেষ পর্যন্ত এনে সাজা দিতে চায়।