• শনিবার, ১৮ জানুয়ারী ২০২৫, ০২:০৭ অপরাহ্ন
শিরোনাম:
অগ্নিদগ্ধ হয়ে আইসিইউতে ভর্তি জাতীয় কবির নাতি বাবুল কাজী জনগণের ভোগান্তি বাড়াবে নতুন কর-ভ্যাটে: মির্জা ফখরুল গাজায় নির্বিচার ধ্বংসাত্মক হামলা চালিয়েছে ইসরাইল: সাবেক মার্কিন কূটনীতিক শারীরিক অবস্থার অবনতি খালেদা জিয়ার, মায়ের জন্য দোয়া চাইলেন তারেক রহমান গাড়ির ধাক্কায় ৩ মোটরসাইকেল আরোহী নিহত ৭০ ভাগ বিশ্ব ইজতেমার প্রস্তুতি সম্পন্ন শৈত্যপ্রবাহ কাটলেও পঞ্চগড়ে কমছে না শীতের দাপট ৪.১ শতাংশ বাংলাদেশের জিডিপির প্রবৃদ্ধি পূর্বাভাস দিলো বিশ্বব্যাংক যুদ্ধবিরতি চুক্তিতে ইসরায়েল থেকে মুক্তি ৯৫ ফিলিস্তিনি ১২টি ইউনিটের তিন ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে ট্যানারি গোডাউনের আগুন

পরিবহন ব্যবসায়ীকে পিটিয়ে হত্যার অভিযোগ ছাত্রলীগ নেতার বিরুদ্ধে

নিউজ ডেস্ক
আপডেটঃ : শুক্রবার, ৯ ফেব্রুয়ারী, ২০২৪

কুড়িগ্রামে শরিফুল ইসলাম সোহান (৪০) নামের এক পরিবহন ব্যবসায়ীকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে ছাত্রলীগ নেতার বিরুদ্ধে। শুক্রবার (৯ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৭টার দিকে শহরের খলিলগঞ্জ বাজার এলাকায় এ ঘটনা ঘটে। অভিযুক্তের নাম রেজভি কবির চৌধুরী বিন্দু। তিনি সদর উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক।

নিহত সোহান কুড়িগ্রাম পৌর শহরের হাটির পাড় এলাকার মৃত আমজাদ হোসেন বুলুর ছেলে। তিনি বিভিন্ন সেক্টরের ব্যবসার সঙ্গে জড়িত বলে জানা গেছে। এ ঘটনার প্রতিবাদে শহরের গুরুত্বপূর্ণ এলাকায় রাস্তা অবরোধ করেন পরিবহন ব্যবসায়ীরা। খবর পেয়ে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

নিহত সোহানের বন্ধু খন্দকার রেদোয়ান মাহমুদ বলেন, ‘সোহানসহ আমরা তিন বন্ধু শহরের অভিনন্দন কনভেনশন সেন্টারের সামনে দাঁড়িয়ে ছিলাম। হঠাৎ একটি মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে আমাদের গাড়ির সামনে এসে ছিটকে পড়ে। তখন আমরা আহত মোটরসাইকেল আরোহী দুজনকে উদ্ধার করে একটি অটোতে করে হাসপাতালে পাঠিয়ে দেই।

পরে আমরা শহরের দিকে আসার সময় কয়েকটি মোটরসাইকেলে করে এসে উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রেজভি তার দলবল আমার জিপগাড়ির পথ রোধ করেন। কিছু বুঝে ওঠার আগেই আমাদের ওপর হামলা চালান। এতে গুরুতর আহত হয় সোহান।

তিনি আরও বলেন, ‘পরে ছাত্রলীগ নেতা নিজেই আমাদের নামিয়ে দিয়ে গাড়িতে করে তাকে হাসপাতালে নিয়ে আসেন। সেখানে দলবল নিয়ে আবারও মারধর করেন। পরে আমরা এসে সোহানকে হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন বলেন, ‘আমি ঢাকায় আছি। এ বিষয়ে বিন্দুর সঙ্গে কথা হলে সে দায় অস্বীকার করেছে। তবে এ ঘটনার সঙ্গে ছাত্রলীগের যেই জড়িত থাকুক না কেন তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। এ বিষয়ে কুড়িগ্রামের পুলিশ সুপার (এসপি) আল আসাদ মো. মাহফুজুল ইসলাম বলেন, বিষয়টি খুব গুরুত্বসহকারে তদন্ত করে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ