আবরার হোসাইনকে গ্রেপ্তার করেছে পুলিশের অ্যান্টি টেররিজম ইউনিট। ছবি: সংগৃহীত
নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আনসার আল ইসলামের সদস্য আবরার হোসাইনকে গ্রেপ্তার করেছে পুলিশের অ্যান্টি টেররিজম ইউনিট (এটিইউ)।
বৃহস্পতিবার রাতে রাজধানীর শাহবাগ এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয় বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
গ্রেপ্তার হওয়া আবরার হোসাইনের (১৮) বাড়ি চট্টগ্রাম নগরীর ফিরিঙ্গিবাজারে।
এটিইউ জানিয়েছে, ঢাকা রেলওয়ে থানায় সন্ত্রাসবিরোধী আইনে করা একটি মামলার এজাহারভুক্ত আসামি আবরার পলাতক ছিলেন। তিনি ও তার সহযোগীরা কথিত খিলাফত রাষ্ট্র প্রতিষ্ঠার কথা বলে দীর্ঘদিন ধরে অনলাইনে বিভিন্ন কার্যক্রম পরিচালনা করে আসছেন।
বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়েছে, কারাবন্দি শীর্ষ জঙ্গিদের সঙ্গে বাইরে থাকা জঙ্গিদের যোগাযোগের মাধ্যম হিসেবেও আবরার কাজ করতেন।