২১ নতুন জাতীয় রেকর্ডের মধ্যদিয়ে শেষ হলো সাইফ পাওয়ারটেক ৩২তম বয়স ভিত্তিক সাঁতার প্রতিযোগিতা। আসরের একশ’টি ইভেন্টের মধ্যে সাঁতারুরা এই রেকর্ডগুলো গড়েন। ডাইভিং স্প্রি বোর্ডেও রেকর্ড হয়েছে তিনটি। প্রতিযোগিতায় ৪২টি স্বর্ণ, ৪০টি রৌপ্য ও ৪২টি ব্রোঞ্জপদক জিতে চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান (বিকেএসপি)। ২৪ স্বর্ণ, ১৯ রুপা ও ২০টি ব্রোঞ্জ জিতে রানার্সআপ হয় বাংলাদেশ আনসার। তবে চমক দেখিয়েছেন গোপালগঞ্জের হয়ে খেলা প্রবাসী সাঁতারু জোনায়না আহমেদ। সুইমিং পুলে এক প্রকার ঝড়ই তুলেছেন তিনি। আটটি নতুন জাতীয় রেকর্ডসহ ১০টি স্বর্ণপদক জিতে মেয়েদের মধ্যে সেরার খেতাব জিতে নেন লন্ডন প্রবাসী জোনায়না। অন্যদিকে বিকেএসপির জাহিদুল ইসলাম দু’টি নতুন জাতীয় রেকর্ডসহ আটটি সোনা জিতে ছেলেদের মধ্যে সেরা হন। গতকাল মিরপুরস্থ সৈয়দ নজরুল ইসলাম জাতীয় সুইমিং কমপ্লেক্সে প্রতিযোগিতা শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন নৌবাহিনী প্রধান ও বাংলাদেশ সুইমিং ফেডারেশনের সভাপতি এডমিরাল নিজামউদ্দিন আহমেদ। এ সময় ফেডারেশনের সাধারণ সম্পাদক এমবি সাইফ সহ অন্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন। প্রতিযোগিতায় দেশের প্রত্যন্ত অঞ্চল থেকে ৩৬টি ক্লাবের প্রায় এক হাজার সাঁতারু অংশ নেন। এদের মধ্যে ৫০ জনেরও বেশি ‘সেরা সাঁতারুর খোঁজে’ প্রতিযোগিতায় অংশ নিয়েছিলেন।
দ্বিতীয় বিভাগ দাবা
স্পোর্টস রিপোর্টার : ওয়ালটন গ্রæপের পৃষ্ঠপোষকতায় সাত দিন ব্যাপী দ্বিতীয় বিভাগ দাবা লিগে গতকাল তৃতীয় রাউন্ডের খেলা অনুষ্ঠিত হয়। জাতীয় ক্রীড়া পরিষদস্থ দাবা কক্ষে তৃতীয় রাউন্ডে সোনারগাঁও চেস ক্লাব ৩-১ গেমে বুয়েট চেস ক্লাবকে, জাহাঙ্গীরনগর বিশ^বিদ্যালয় ৩-১ পয়েন্টে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনির্ভাসিটিকে, ডিপিএস এসটিএস স্কুল (গ্রেড-২) ৩-২ গেমে বাংলাদেশ শিশু একাডেমিকে, ক্যাসপারভ চেস ক্লাব ৩-১ পয়েন্টে ডিপিএস এসটিএস স্কুল সিনিয়রকে ও এলিগেন্ট ইন্টারন্যাশনাল চেস একাডেমি রেড ৪-০ পয়েন্টে বাংলাদেশ মহিলা দাবা সমিতি সোনালীকে হারায়। আজ একই ভেন্যুতে বিকাল ৩টায় শুরু হবে চতুর্থ রাউন্ডের খেলা। এবারের লিগে ৩৩টি দল অংশ নিচ্ছে। লিগ শেষ হবে ২৭ অক্টোবর।