• শনিবার, ১৮ জানুয়ারী ২০২৫, ০২:০২ অপরাহ্ন
শিরোনাম:

বগুড়া কারাগারে ধর্ষণ মামলার আসামির আত্মহত্যা

নিউজ ডেস্ক
আপডেটঃ : রবিবার, ১১ ফেব্রুয়ারী, ২০২৪

বগুড়া জেলা কারাগারে বন্দী ইকবাল হোসেন (২২) নামের ধর্ষণ মামলার এক আসামি গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন।

বগুড়া জেলা কারাগারের জেল সুপার আনোয়ার হোসেন রোববার (১১ ফেব্রুয়ারি) দুপুরে এতথ্য নিশ্চিত করেছেন।

তিনি গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ থানার মুকুন্দপুর গ্রামের মোজাম্মেল হোসেনের ছেলে। তিনি পেশায় শ্রমিকের কাজ করতেন।

বগুড়ার সোনাতলা থানায় দায়ের করা মামলায় গ্রেফতার হয়ে গত ৪ ফেব্রুয়ারি থেকে তিনি বগুড়া জেলা কারাগারে বন্দী ছিলেন।

জানা যায়, শনিবার (১০ ফেব্রুয়ারি) বিকেল ৫টার দিকে কারা অভ্যন্তরে বাথরুমে গলায় লুঙ্গি পেচিয়ে ফাঁস দিয়ে আত্মহত্যা করেন ইকবাল হোসেন। কারাগার কর্তৃপক্ষ তাকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ইকবাল হোসেনকে মৃত ঘোষণা করেন।

বগুড়া জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ফয়সাল মাহমুদের উপস্থিতিতে আজকে দুপুরে লাশের সুরতহাল রিপোর্ট তৈরির পর ময়নাতদন্ত শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়।

এদিকে, সোনাতলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাবু কুমার সাহা বলেন, সোনাতলা পৌর এলাকার আগুনিয়ার তাড়ই মহল্লার এক স্কুলছাত্রীকে অপহরণের পর ধর্ষণের অভিযোগে গত ৩ ফেব্রুয়ারি ওই স্কুলছাত্রীর বাবা সোনাতলা থানায় মামলা করেন। ওই রাতেই ইকবাল হোসেনকে পুলিশ গ্রেফতার করে পরদিন আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।

ওসি আরও বলেন, ইকবাল হোসেনের নামে সোনাতলা থানায় আরও একটি ধর্ষণ এবং হত্যা মামলা রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ