বান্দরবানের রুমায় সন্ত্রাসীদের গুলিতে উহ্লাচিং মারমা (৩৫) নামে এক যুবক আহত হয়েছেন। আহত যুবককে রুমা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসার পর গুলিবিদ্ধ উহ্লাচিংকে বান্দরবান সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
মঙ্গলবার ভোর সাড়ে ৫টার দিকে উপজেলার রিঝুক পাড়ায় এ ঘটনা ঘটে।
রুমা উপজেলার সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান শৈ মং মারমা এক যুবক গুলিবিদ্ধ হবার ঘটনা নিশ্চিত করেন। স্থানীয় একটি সূত্র জানিয়েছে, কয়েকদিন আগে নবগঠিত ‘কুকিচিন ন্যাশনাল ফ্রন্ট (কেএনএফ)’ এর পক্ষ থেকে চাঁদা দাবি করা হয়েছিল। কিন্তু উহ্লাচিং চাঁদা দিতে রাজী না হওয়ায় এ ঘটনা ঘটানো হতে পারে বলে ধারণা করা হচ্ছে।
এদিকে উহ্লাচিং গুলিবিদ্ধ হবার খবর ছড়িয়ে পড়লে ক্ষুব্ধ গ্রামবাসী রাস্তার উপর গাছ ফেলে সড়ক বন্ধ করে দেয়। এতে যানবাহন চলাচল দুই ঘণ্টা বন্ধ থাকে। পরে স্থানীয় জনপ্রতিনিধিদের হস্তক্ষেপে রাস্তা থেকে গাছ সরিয়ে নেয়া হয়।