• বুধবার, ০৮ জানুয়ারী ২০২৫, ১২:৪১ অপরাহ্ন

ঢাকার সব খালে স্থাপনা নির্মাণে নিষেধাজ্ঞা : হাইকোর্ট

আপডেটঃ : বৃহস্পতিবার, ২৬ অক্টোবর, ২০১৭

ঢাকা মহানগরের মধ্যে বিভিন্ন প্রভাবশালী ব্যক্তি ও সংস্থার দখলে থাকা ৫৮টি খাল ও জলাধারের ওপর সব ধরনের স্থাপনা নির্মাণে নিষেধাজ্ঞা দিয়েছে হাইকোর্ট। একইসঙ্গে দখলকৃত খালসমূহ পুনরুদ্ধারে কেন ব্যবস্থা নেয়া হবে না, তা জানতে চেয়ে রুলও জারি করা হয়েছে।
বৃহস্পতিবার বিচারপতি কাজী রেজা-উল হক ও বিচারপতি মোহাম্মদ উল্লাহ’র সমন্বয়ে গঠিত হাইকোর্টের একটি ডিভিশন বেঞ্চ এ আদেশ দেয়।
আগামী দুই সপ্তাহের মধ্যে দখলকৃত খালসমূহ পুনরুদ্ধারে কী কী পদক্ষেপে গ্রহণ করা হয়েছে, সে বিষয়ে ঢাকার জেলা প্রশাসককে প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে।
গত ২৪ অক্টোবর একটি জাতীয় দৈনিকে ‘ঢাকার খালে ২৪৮ দখলদার’ শিরোনামে প্রকাশিত প্রতিবেদন নজরে নিয়ে আদালত স্বতঃপ্রণোদিত হয়ে আদেশ দেয়। বাসস


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ