• শনিবার, ১৮ জানুয়ারী ২০২৫, ০৪:১০ অপরাহ্ন
শিরোনাম:
আগ্রহের কেন্দ্রবিন্দু এখন পিনাকী ভট্টাচার্যের নতুন বই ‘ফুলকুমারী’ অগ্নিদগ্ধ হয়ে আইসিইউতে ভর্তি জাতীয় কবির নাতি বাবুল কাজী জনগণের ভোগান্তি বাড়াবে নতুন কর-ভ্যাটে: মির্জা ফখরুল গাজায় নির্বিচার ধ্বংসাত্মক হামলা চালিয়েছে ইসরাইল: সাবেক মার্কিন কূটনীতিক শারীরিক অবস্থার অবনতি খালেদা জিয়ার, মায়ের জন্য দোয়া চাইলেন তারেক রহমান গাড়ির ধাক্কায় ৩ মোটরসাইকেল আরোহী নিহত ৭০ ভাগ বিশ্ব ইজতেমার প্রস্তুতি সম্পন্ন শৈত্যপ্রবাহ কাটলেও পঞ্চগড়ে কমছে না শীতের দাপট ৪.১ শতাংশ বাংলাদেশের জিডিপির প্রবৃদ্ধি পূর্বাভাস দিলো বিশ্বব্যাংক যুদ্ধবিরতি চুক্তিতে ইসরায়েল থেকে মুক্তি ৯৫ ফিলিস্তিনি

২৪ কেজির দাতিনা মাছ ১ লাখ ২৫ হাজারে বিক্রি

নিউজ ডেস্ক
আপডেটঃ : শনিবার, ১৭ ফেব্রুয়ারী, ২০২৪

বঙ্গোপসাগরে জেলের জালে ধরা পড়েছে ২৪ কেজি ওজনের দুটি দাতিনা মাছ। এফবি মায়ের দোয়া নামে একটি ট্রলারে মাঝি লক্ষি মিয়ার জালে মাছ দুটি ধরা পড়ে। পরে মাছ দুটি ডাকের মাধ্যমে ১ লাখ ২৫ হাজার টাকায় কেনেন মৎস্য ব্যবসায়ী সজীব হোসেন।

এফবি মায়ের দোয়া ট্রলারে এ মাছ দুটি গত তিন দিন আগে গভীর সাগরে ধরা পড়ে। এরপর শনিবার (১৭ ফেব্রুয়ারি) দুপুর ২টার দিকে মৎস্য বন্দর মহিপুরের কুতুবদিয়া ফিস এ মাছ দুটি বিক্রির জন্য উঠানো হয়।

এ বিষয় মাঝি লক্ষি মিয়া বলেন, সচরাচর দাতিনা মাছ তেমন একটা পাওয়া যায় না। আমরা সাগরে ইলিশ ধরার জন্য জাল ফেলি। তখন হঠাৎ দেখি বড় কোনো মাছ, প্রথমে ভেবেছিলাম কোরাল মাছ পরে কাছাকাছি গিয়ে দেখি দুটি দাতিনা মাছ।

মহিপুর কুতুবদিয়া ফিসের মালিক বলেন, দাতিনা মাছ দুটি ২ লাখ ৪০ হাজার টাকা মণ হিসেবে কেজি প্রতি ৬ হাজার টাকা দরে ১ লাখ ২৫ হাজার টাকায় বিক্রি করা হয়েছে। মাছ দুটির ওজন ছিল ২৪ কেজি ৬৫০ গ্রাম।

এ বিষয় মৎস্য পাইকার সবজি হোসেন বলেন, দাতিনা মাছ মূলত সচরাচর ঘাটে তেমন একটা আসে না। আজ হঠাৎ দেখে ডাকের মাধ্যমে কিনে নিলাম। মাছ দুটি ৬ হাজার টাকা কেজি দরে কিনেছি, এখন বিক্রির জন্য ঢাকায় পাঠাব। আশা করছি ভালো দামে বিক্রি করতে পারব।

এ বিষয় কলাপাড়া উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা অপু সাহা জানান, নদ-নদী এবং সাগরের কাছাকাছি এলাকায় এই প্রজা‌তির মাছ পাওয়া যায় না। এরা মূলত গভীর সাগরের মাছ। এ মা‌ছের ফুলকা বিদেশে রপ্তানি করা হয়, যা দি‌য়ে ওষুধ তৈ‌রি করা হয়। মহিপুর মৎস্য অবতরণ কেন্দ্রে দাতিনা ভোল মাছ তেমন একটা দেখা যায় না। তবে এই প্রজাতির মাছগুলো খুবই সুস্বাদু।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ