ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি॥
ময়মনসিংহের ভালুকা উপজেলার জামিরদিয়া সাদসান কারখানার সামনে স্টুডিও ব্যবসার আঁড়ালে জাল সার্টিফিকেট তৈরীর সরঞ্জামসহ এক নারী কে আটক করে পুলিশে দিলেন হবিরবাড়ী ইউপি চেয়ারম্যান তোফায়েল আহাম্মেদ বাচ্চু।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার(২৬ অক্টোবর) রাতে হবিরবাড়ী ইউপি চেয়ারম্যান তোফায়েল আহাম্মেদ বাচ্চুর পরিচয়পত্র জাল করে স্বাক্ষর করে চাকুরীর চেষ্ঠা করায় এক যুবককে ধরে ওই স্টুডিওতে পুলিশসহ হানা দেন ইউপি চেয়ারম্যান।
এ সময় স্টুডিওর মালিক নওগাঁর জাকির হোসেনের স্ত্রী পপি আক্তার(৩৫) নামে এক নারীকে তার দোকানের জাল সার্টিফিকেট তৈরীর কম্পিউটার,ফটোকপি মেশিন,স্কেনারসহ জাল সার্টিফিকেট ও বিপুল পরিমান অবৈধ কাগজপত্র উদ্ধার করে।
অভিযানে অংশ নেয়া এস আই রঞ্জন কুমার ভৌমিক জানান, ভালুকা মডেল থানার অফিসার ইসচার্জ মামুন অর রশিদ পিপিএম এর নির্দেশে, সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থলে উপস্থিত হয়ে অভিযুক্তকে আটক করে থানায় নিয়ে আসি। এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে।