বাগেরহাট প্রতিনিধি॥
“জঙ্গি ও মাদক প্রতিকারে, জনতা পুলিশ এক কাতারে” এ প্রতিপাদ্য নিয়ে বাগেরহাটে কমিউনিটি পুলিশিং ডে-২০১৭ পালিত হয়েছে। এ উপলক্ষে শনিবার (২৮ অক্টোবর) সকাল দশটায় একটি বর্নাঢ্য র্যালী বের হয়। র্যালীতে জেলার বিভিন্ন শ্রেনী পেশার দুই সহস্রাধীক লোক অংশ গ্রহন করেন। র্যালীটি শহরের স্বাধীনতা উদ্যান থেকে শুরু হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে আবার স্বাধীনতা উদ্যানে এসে শেষ হয়। পরে সাড়ে দশটায় স্বাধীনতা উদ্যানে কমিউনিটি পুলিশিং কার্যক্রম সম্পর্কে আলোচনা সভা হয়।সভায় প্রধান অতিথি ছিলেন বাগেরহাট চার আসনের সংসদ সদস্য ডাঃ মোঃ মোজাম্মেল হোসেন। বিশেষ অতিথি ছিলেন বাগেরহাট দুই আসনের সংসদ সদস্য এ্যাড. মীর শওকাত আলী বাদশা, জেলা প্রশাসক তপন কুমার বিশ্বাস, সিভিল সার্জন অরুন চন্দ্র মন্ডল, অতিরিক্ত পুলিশ সুপার মাহফুজ আফজাল, কমিউনিটি পুলিশিং বাগেরহাট জেলাসমন্বয় কমিটির সভাপতি এ্যাডঃ মোজাফফর হোসেন, সাধারণ সম্পাদক এ্যাডঃ শাহ আলম টুকু।
জেলা পুলিশ সুপার পঙ্কজ চন্দ্র রায়ের সভাপতিত্বে আলোচনা সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন প্রেস ক্লাব সভাপতি আহাদ উদ্দিন হায়দার, সাধারণ সম্পাদক আব্দুল বাকী তালুকদার, কমিউনিটি পুলিশিং বাগেরহাট জেলা সমন্বয় কমিটির সদস্য মীর ফজলে সাঈদ ডাবলু, সরদার শুকুর আহমেদ, রিজিয়া পারভীন প্রমুখ।
কমিউনিটি পুলিশিংয়ের মাধ্যমে সকল অপরাধ দূর করার উদ্যেশে আলোচনা সভার আগে মঙ্গল দ্বীপ প্রজ্জলন ও একটি সঙ্গিত পরিবেশন করা হয়।