এবার তাজমহলে নামাজ পড়ার ওপর নিষেধাজ্ঞার দাবি তুলেছে ভারতের উগ্র কট্টর হিন্দুত্ববাদী সংগঠন- রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ (আরএসএস)। নামাজ পড়ায় নিষেধাজ্ঞা জারি না-হলে তাজমহলে শিবের পূজা করতে দিতে হবে বলেও দাবি তুলেছে তারা। রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের অখিল ভারতীয় ইতিহাস সংকলন সমিতির সচিব ড. বালমুকুন্দ পান্ডে গতকাল শুক্রবার ইন্ডিয়া টুডেকে দেয়া সাক্ষাতকারে বলেছেন, তাজমহল হল একটি জাতীয় ঐতিহ্য। কেন সেটিকে মুসলিমদের ধর্মীয় ক্ষেত্র হিসেবে ব্যবহারের অনুমতি দেয়া হবে? আগ্রার তাজমহলে নামাজ পড়ার অনুমোদন প্রত্যাহার করে নেয়া উচিত। বিতর্ক আরো উসকে দিতে তিনি বলেছেন, তাজমহলে নমাজ পড়া হলে, শিবের পূজাও করতে দিতে হবে। পান্ডের দাবি, এমন অনেক প্রমাণ রয়েছে যে তাজমহল একটা শিবমন্দির ছিল। আর এটি তৈরি করেছিলেন এক হিন্দু রাজা। তাজমহল মোটেই ভালোবাসার প্রতীক নয়। সম্রাট শাহজাহান তার স্ত্রী মমতাজ মহলের মৃত্যুর চার মাসের মধ্যেই ফের বিয়ে করেছিলেন। আমরা সমস্ত তথ্য-প্রমাণ জোগাড় করছি। খুব শিগগিরই সব জড়ো করতে পারব। ইন্ডিয়া টুডে।