চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ
গোপন সংবাদের ভিত্তিতে নায়েক মোঃ আসাদুজ্জামানের নেতৃত্বে অত্র ব্যাটালিয়নের চৌকা বিওপির একটি টহল দল গত ২৭ অক্টোবর ২০১৭ তারিখ গভীর রাতে আনুমানিক ২২৩০ ঘটিকার সময় সীমান্ত পিলার ১০/২-এস হতে আনুমানিক ০৫ কিঃ মিঃ বাংলাদেশের অভ্যন্তরে শিবগঞ্জ উপজেলার চার নম্বর বেড়ীবাঁধ এলাকায় একটি দূর্ধষ অভিযান পরিচালনা করা হয়। উক্ত অভিযানে টহল দল কর্তৃক মোঃ বাবু মিয়া (২১), পিতা-মৃত জিয়ারুল ইসলাম, গ্রাম-গমেরচর, পোষ্ট- হাসেনপুর, থানা-শিবগঞ্জ, জেলা- চাঁপাইনবাবগঞ্জকে ৫৫০ বোতল ফেন্সিডিলসহ হাতে নাতে আটক করেছে। উক্ত ঘটনার সাথে জড়িত মোঃ মুরশেদ (২৫), পিতা- মোঃ গনি মিয়া, গ্রাম-গমেরচর, পোষ্ট- হাসেনপুর, থানা-শিবগঞ্জ, জেলা- চাঁপাইনবাবগঞ্জ নামে অপর একজন চোরাকারবারী পলাতক রয়েছে। আটককৃত ও পলাতক আসামীদের নামে মামলা দায়ের এর মাধ্যমে আটককৃত আসামীকে উদ্ধারকৃত ফেন্সিডিলসহ শিবগঞ্জ থানায় সোপর্দ করা হয়েছে।