• সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ০৪:১৬ অপরাহ্ন

“কমিউনিটি পুলিশিং ডে” প্রধান অতিথির বক্তব্যে এসপি মাদক ও জঙ্গি মুক্ত জেলা গড়ার অঙ্গীকার

আপডেটঃ : শনিবার, ২৮ অক্টোবর, ২০১৭

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি॥
“জঙ্গি- মাদকের প্রতিকার চাঁপাইনবাবগঞ্জ পুলিশের অঙ্গীকার, শ্লোগান কে সামনে নিয়ে চাঁপাইনবাবগঞ্জ পুলিশ সুপার মাদক ও জঙ্গি মুক্ত জেলা গড়তে পুলিশ বাহিনীদের নিয়ে সংগ্রাম করে যাচ্ছেন। এবং আগামীতে আরও তৎপর হওয়ার প্রত্যয় ব্যাক্ত করেন। এবং তিনি বলেন চাঁপাইনবাবগঞ্জে ৩৪ জন জঙ্গি কে আমরা ধরতে সক্ষম হয়েছি। মাদকের ক্ষেত্রে জিরো টলারেন্স। ইতিমধ্যে কয়েকজন পুলিশকে মাদকের সাথে সম্পৃক্তা থাকার অভিযোগে শাস্তি দেওয়া হয়েছে। মাদকমুক্ত জেলা গড়তে পুলিশবাহিনীর পাশা-পাশি জনগন কে তথ্য দিয়ে পাশে থাকার অনুরোধ জানান।তথ্যদান কারীর ঠিকানা গোপন রাখা হবে। মাদক ও জঙ্গিমুক্ত সমাজ গড়তে সারাদেশে  কমিউনিটি পুলিশিং ফোরাম সফলতার সাথে কাজ করে যাচ্ছেন। কমিউনিটি পুলিশিং ফোরাম কে আরও শক্তিশালী করতে সারা দেশের ন্যায় চাঁপাইনবাবগঞ্জে ও নানা আয়োজনের মধ্যদিয়ে  ‘কমিউনিটি পুলিশিং ডে’ পালিত হয়েছে। দিবসটি পালন উপলক্ষে গতকাল শনিবার সকাল ১০ টায় জেলা প্রশাসনের আয়োজনে এসপি অফিসের সামনে থেকে  বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে টাউন ক্লাবের সামনে গিয়ে র‌্যালিটি শেষ হয়। পরে টাউন ক্লাব মিলনায়তনে ‘ জেলা কমিউনিটি পুলিশিং ফোরাম, এর সভাপতি ও জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি  আলহাজ্ব মোঃ রুহুল আমিন এর সভাপতিত্বে,  কমিউনিটি পুলিশিং ডে’র ওপর  আলোচনা সভা অনুষ্ঠিত হয়।  আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, চাঁপাইনবাবগঞ্জ পুলিশ সুপার টিএম মোজাহিদুল ইসলাম ( বিপিএম) ,বিশেষ অতিথি অতিরিক্ত জেলা প্রশাসক ( সার্বিক)  মোঃ এরশাদ হোসেন খান, অতিরিক্ত পুলিশ সুপার মোঃ মাহবুব আলম খান, কমিউনিটি পুলিশিং ফোরাম এর সদস্য সচিব মোঃ সামিউল হক লিটন,সদর মডেল থানার ওসি সাবের রেজা আহম্মেদ। এসময় আরও উপস্থিত ছিলেন,চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা চেয়ারম্যান মোঃ মোখলেসুর রহমান, জেলা পরিষদের সদস্য আব্দুল হাকিম,৫ নং বারঘোরিয়া ইউপি চেয়ারম্যান অধ্যক্ষ আলহাজ্ব মোঃ এজাবুল হক বুলি,কমিউনিটি পুলিশ ফোরামের বিভিন্ন ওয়ার্ডের দায়িত্বশীল, মোসাঃ মোসলেমা বেগম মুসি, মোঃ আরমান আলী, সহ অন্যরা। কমিউনিটি পুলিশিং এর ওপর বিশেষ অবদান রাখায় সদর মডেল থানার  এস.আই মাকছুদুর রহমান ও শিবগঞ্জ পৌর মেয়র মোঃ কারিবুল হক রাজন কে সম্মাননা  ক্রেস্ট প্রদান করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ