চলতি বছরে ‘খান’ গণ্ডি থেকে বেরই হচ্ছিলেন না ক্যাটরিনা কাইফ। সালমান খানের সাথে ‘টাইগার জিন্দা হ্যায়’-এর শুটিং শেষ না হতেই শাহরুখের সাথে নতুন ছবি করার ঘোষণা দেন তিনি। আর তাই বলিউডে চলে নানা সমালোচনার ঝড়। এবার সেই সমালোচনাকে বুড়ো আঙুল দেখিয়ে বলিউড সুপারস্টার হূত্বিক রোশনের সাথে নতুন ছবি করার ঘোষণা দিলেন তিনি।
হূত্বিক রোশনের ছবি ‘কৃষ’-এর সিক্যুয়েল মানেই আলাদা আকর্ষণ। এই সিরিজটি এরইমধ্যে ভারতবর্ষের দর্শকদের মন জয় করে নিয়েছে। সবাই অপেক্ষা করেন কখন নতুন সিক্যুয়েলটি আসবে। সেই ধারাবাহিকতা নিয়ে এবার নতুন পর্ব ‘কৃষ ৪’-এ দেখা যাবে ক্যাটরিনা কাইফকে। এ প্রসঙ্গে ক্যাটরিনা বলেন, ‘আমি সবসময় ভিন্ন গল্পের অপেক্ষায় থাকি। খানদের সাথে অভিনয় করাটা মজার, তবে অনেক সময় গল্পই সিনেমায় নায়কের ভূমিকা পালন করে।’
‘কৃষ’-এর প্রতিটি সিক্যুয়েলেই নায়িকা বদলে যায়। প্রীতি জিনতা, প্রিয়াঙ্কা চোপড়া, কঙ্গনা রানাওয়াতের পর এবার এই সুপারহিরোর সঙ্গে রোমান্স করবেন ক্যাট।
ক্যাটরিনা বলেন, ‘কৃষ ৪ ছবির জন্য প্রাথমিক আলাপ হয়েছে। এ বিষয়ে বেশিকিছু আলোচনা হয়নি। কিন্তু এই ছবিটির নায়িকা হতে পারলে বেশ সৌভাগ্যবান মনে হবে নিজেকে।’