ইফতারে শরবত আইটেমে যোগ করতে পারেন তরমুজের মিল্কশেক।
উপকরণ: তরমুজ ২ কাপ, তরল দুধ ১ কাপ, চিনি স্বাদমতো ও ভ্যানিলা আইসক্রিম ১ স্কুপ।
এছাড়া চাইলে কয়েকটি স্ট্রবেরি ফলও যোগ করে নিতে পারেন।
প্রস্তুত প্রণালী: তরমুজ টুকরো করে কেটে বিচি ফেলে পরিষ্কার করে নিতে হবে। স্ট্রবেরি ফলগুলো কেটে একটু ছোট আকারের করে নিতে হবে।
এবার ব্লেন্ডারে সমস্ত উপকরণ একসঙ্গে ব্লেন্ড করে পরিবেশন করুন মজাদার তরমুজের মিল্কশেক।