পাভেল মিয়া, সারিয়াকান্দি (বগুড়া) প্রতিনিধি: বগুড়ার সারিয়াকান্দিতে মোটরসাইকেলের ধাক্কায় আয়েশা (৫২) নামে এক জন নিহত হয়েছেন। শুক্রবার (৪এপ্রিল) সন্ধ্যার পর হিন্দুকান্দি পৌর ১নং ওয়ার্ড এলাকা সড়কে এ দুর্ঘটনা ঘটে। সেসময় মোটরসাইকেল চালক পালিয়ে যায়।
স্থানীয়রা জানায়, সন্ধ্যার পর আয়েশা বাড়ির ভিতর থেকে রাস্তা পার হওয়ার সময় মোটরসাইকেলের ধাক্কা লেগে আয়েশা সড়কের উপর পড়ে যায়।
পরে স্থানীয়রা তাদের মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে সারিয়াকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে সারিয়াকান্দি থানার অফিসার ইনচার্জ (ওসি) রবিউল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।