সতীর্থের ছোড়া তিরে বিদ্ধ হয়েছেন ফজিলা খাতুন (১৫) নামে তিরন্দাজ। সোমবার ভারতের বীরভূম জেলার বোলপুরের ক্রীড়া কেন্দ্রে এ ঘটনা ঘটে। ভাগ্যদেবী সহায় থাকায় এ যাত্রায় বেঁচে যায় ফজিলা খাতুন।
এদিন বোলাপুরের ক্রীড়া কেন্দ্রে তিরন্দাজি অনুশীলন চলছিল। শেখ জুয়েল নামে এক তিরন্দাজের ছোড়া তির এসে লাগে ফজিলা খাতুনের গলায়। জুয়েল তির ছোড়ার সময়ে ফজিলা স্কোরবোর্ড দেখতে যাচ্ছিল। এমন সময়েই পিছন থেকে এসে তির বিঁধে যায় ফজিলার গলায়।
ফজিলাকে দ্রুত নিয়ে যাওয়া হয় বোলাপুর ব্লক হাসপাতালে। সেখান থেকে মহকুমা হাসপাতালে। পরিস্থিতি এখন স্থিতিশীল। ফজিলার গলা থেকে বিঁধে থাকা তিরটি সরানো হয়েছে।