শবে কদরের রাতে মসজিদে নামাজ পড়তে যাওয়ার পথে নির্মাণাধীন ভবন থেকে মাথায় রড পড়ে এক মুসল্লি নিহত হয়েছেন। তার নাম মো: হাসান (৪৬)। শনিবার রাত পৌনে ১০টার দিকে রাজধানীর মোহাম্মদপুরে সাত মসজিদ হাউজিংয়ের সামনে ঘটে এ ঘটনা।
নিহত হাসান চট্টগ্রামের আনোয়ারা থানার জুইডন্ডী গ্রামের ফজল আহমেদের ছেলে। তিনি সাত মসজিদ এলাকায় ভাড়া থাকতেন। রড মাথায় পড়ে গুরুতর আহত হলে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহতের প্রতিবেশী শফিউর রহমান জানান, রাতে মো: হাসান নামাজ পড়তে যাওয়ার সময় নির্মাণাধীন ভবনের কলাম ভেঙে মাথায় রড পড়ে তিনি গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যালে নিয়ে গেলে চিকিৎসক জানান তিনি আর বেঁচে নেই। বিষয়টি তার পরিবারকে জানানো হয়েছে। তারা ঢাকা মেডিক্যালে আসছেন।
ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) বাচ্চু মিয়া জানান, লাশ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে।