ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি॥
ময়মনসিংহের ভালুকায় সোমবার (৩০ অক্টোবর) দুপুরে হবিরবাড়ী ইউনিয়ন কার্যালয়ে ২৫ জন প্রতিবন্ধীর মাঝে প্রতিবন্ধী কার্ড বিতরণ করা হয়। হবিরবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তোফায়েল আহম্মেদ বাচ্চু শারিরিক প্রতিবন্ধী পঞ্চম শ্রেণীর ছাত্রী আলফা আক্তার, দ্বিতীয় শ্রেণীর ছাত্রী শিখা আক্তার ও সপ্তম শ্রেণীর ছাত্র মেহেদী সহ মোট ২৫ জন দৃষ্টি, বাক, শ্রবণ ও শারিরিক প্রতিবন্ধীর হাতে আনুষ্ঠানিক ভাবে প্রতিবন্ধী কার্ড তুলে দেন। এর আগে জরিপের মাধ্যমে ইউনিয়ন চেয়ারম্যান এসব প্রতিবন্ধীদের চিহ্নিত করেন বলে জানিয়েছেন।
উল্লেখ্য হবিরবাড়ী ইউনিয়নে ৩১৫ জন বিভিন্ন প্রতিবন্ধী রয়েছে। চেয়ারম্যানের মাধ্যমে উপজেলা সমাজ সেবা অধিদপ্তরে এসব প্রতিবন্ধীদের তালিকা দেয়া হয়েছে। পরে চেয়ারম্যানের নিজস্ব অর্থায়নে শারিরিক প্রতিবন্ধী শিখা আক্তার ও নাদিয়া আক্তারকে দুটি হুইল চেয়ার প্রদান করা হয়। কার্ড বিতরণ অনুষ্ঠানে ইউপি সদস্য ও স্থানীয় গন্যমান্য ব্যাক্তিরা উপস্থিত ছিলেন।