চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি॥
চাঁপাইনবাবগঞ্জ ৪ দিনব্যাপী আয়কর মেলার উদ্বোধন করা হয়েছে। গতকাল সকালে টাউন ক্লাব হলে উপ-কর কমিশন সার্কেল ১৫ এর আয়োজনে জেলা সহকারী কর কমিশনার মোঃ শাহাদাৎ হোসেন খাঁন এর সভাপতিত্বে প্রধান অতিথি থেকে এ আয়কর মেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক মোঃ মাহমুদুল হাসান। এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সপার টিএম মোজাহিদুল ইসলাম বিপিএম, চেম্বার অব কর্মাস অ্যান্ড ইন্ড্রাস্টিজ এর সভাপতি আলহাজ্ব মোঃ এরফান আলী, কর আইনজীবি সমিতি’র সভাপতি আলহাজ্ব এফ কে এম লুৎফর রহমান। আলোচনা সভায় বক্তারা আয় কর প্রদানের সুফল তুলে ধরে বলেন সঠিকভাবে আয় কর প্রদানের মাধ্যমে উন্নত ও সমৃদ্ধি শালী দেশ হিসেবে গড়ে তুলা সম্ভব। “আয়ের প্রবৃদ্ধি, দেশ ও দশের সমৃদ্ধি ” শ্লোগান কে সামনে নিয়ে দেশ এখন উন্নয়নের পথে এগিয়ে যাচ্ছে। পদ্মা সেতুর কথা উল্লেখ করে বক্তরা বলেন সঠিক আয় কর প্রদানের মাধ্যমে পদ্মা সেতুর মত বড় বড় উন্নয়ন দেশীয় অর্থায়নে করা সম্ভব হবে। মেলার কতৃপক্ষ জানান,এ আয়কর মেলা ১ হতে ৪ নভেম্বর পর্যন্ত সকাল ৯ টা হতে বিকেল ৫ টা পর্যন্ত চলবে। এসময় ব্যবসায়ী ও কর্মকতা কর্মচারী ও গণমাধ্যম ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।